Skip Navigation | Accessibility

information, advice, guidance and learning materials in community languages

সামাজিক যত্নের (কমিউনিটি কেয়ারের) জন্য তৈরী করা
Preparing for a Community Care

এই তথ্যপত্রে কিছু মন্তব্য বা নোট আছে যেগুলি, যে সকল ব্যক্তিদের শিক্ষা গ্রহন করার অসুবিধা বা শিক্ষার অক্ষমতা/বিকলাঙ্গতা আছে, তাদের এবং তাদের যত্ন নেওয়ার ব্যক্তিদের (কেয়ারারদের) মূল্যায়ন করার ব্যপারে প্রস্তুত হতে সাহায্য করবে।

  • কার কার মূল্যায়ণ করা হতে পারে?
  • মূল্যায়ণের মিটিংয়ের আগে
  • মূল্যায়ণের মিটিংয়ের পরে

বর্ণন

কারকার মূল্যায়ণ করা হতে পারে?

আপনি বা আপনার জানা শোনা অন্য কোন ব্যক্তির নিজের বাড়ীতে বাস করবার জন্য যে সাহায্যের প্রয়োজন তিনি যদি সেটা না পান, তাহলে সোশ্যাল সার্ভিসেস হয়ত সাহায্য অথবা সেবা ব্যবস্থা প্রদান করতে পারে।

সেই ব্যক্তির কোন ধরনের সাহায্যের প্রয়োজন সোশ্যাল সার্ভিসেস সেগুলি বিবেচনা করে দেখবে।

এই সেবা ব্যবস্থা প্রদান করা সম্ভব কি না সেই সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার আগে তারা, সেই ব্যক্তির প্রয়োজনের সম্পূর্ন মূল্যায়ণ করবে। যে সকল ব্যক্তিদের বয়স ১৮ অথবা তার বেশী তাদের জন্য যে মূল্যায়ণ করা হয়, তাকে বলা হয় সামাজিক যত্নের মূল্যায়ন (কমিউনিটি কেয়ার এ়সেসমেন্ট)।

যে ব্যক্তি যত্ন নিচ্ছেন (কেয়ারার) তার জন্যও এই মূল্যায়ণ করা হতে পারে। এটাকে বলা হয় যত্ন নেওয়ার ব্যক্তির (মূল্যায়ণ/কেয়ারারস্ এসেসমেন্ট)।

এই মূল্যায়ণ করবার সময় যে ব্যক্তির মূল্যায়ন করা হচ্ছে তার সব প্রয়োজনগুলি বিবেচনা করে দেখা হবে। তার ভিতরে নিম্নলিখিতগুলি থাকবেঃ

  • বাড়ীঘর
  • স্বাস্থ্যের যত্ন
  • ব্যক্তিগত যত্ন
  • সামাজিক প্রয়োজন
  • চাকরী/কর্ম
  • শিক্ষা
  • অর্থ সংক্রান্ত/আর্থিক অবস্থা

আপনার বাড়ীতে, হেল্থ সেন্টারে অথবা সোশ্যাল সার্ভিসের সেন্টারে এই মূল্যায়ণ করা হতে পারে। সাধারনতঃ একজন সোশ্যাল ওয়ার্কার বা কেয়ার ম্যানেজার এই মূল্যায়ণটি করে থাকেন। তবে এতে অন্যান্য ব্যক্তিরাও জড়িত থাকতে পারেন, যেমন-ডাক্তার, নার্স অথবা অকুপেশনাল থেরাপিস্ট।

মূল্যায়ণেরমিটিংয়ের আগে

সোশ্যাল সার্ভিসেসকে এটা অবশ্যি নিশ্চিত করতে হবে যাতে আপনি আপনার নিজস্ব মূল্যায়ণে যোগ দিতে পারেন, তবে আপনি যদি এই মূল্যায়ণে যোগ দিতে না চান তাহলে আপনাকে যোগ দিতে হবে না।

তবে আপনি যদি যোগদান করেন তাহলে আপনার যে সকল সেবা ব্যবস্থার প্রয়োজন, সেগুলি পাওয়ার সম্ভাবনা বেশী।

এই মূল্যায়ণে যোগ দেওয়ার সময় আপনার নিজের সম্বন্ধে এবং আপনার কি কি প্রয়োজন সে সম্বন্ধে তাদের বিস্তারিত জানান। আপনার দাবীর সমর্থনে যে কোন প্রমানপত্র যদি তাদের দিতে পারেন, তাহলে সেটা সাহায্যকারী হয় (যেমন, আপনার ডাক্তার, অন্য কোন ধরনের চিকিত্সক/থেরাপিস্ট, বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য, যত্ন নেওয়ার ব্যক্তি, উপদেশদাতা ইত্যাদি)।

আপনার যদি কোন প্রশ্ন করার থাকে, তাহলে আপনি সেগুলি আগের থেকে লিখে রাখতে পারেন, যাতে আপনি তাদের জিজ্ঞাসা করতে ভুলে না যান। আপনি একলা সেই মিটিংয়ে যেতে পারেন। তবে আপনি যদি কাউকে সঙ্গে নিয়ে যান তাহলে ভাল হয় যেমন, একজন বন্ধু, পরিবারের সদস্য অথবা একজন উপদেশদদাতা।

যদি কোন ব্যক্তি আপনার সঙ্গে যেতে না পারেন , কিন্তু এই মূল্যায়ণের সময়ে আপনি চান যে কেউ আপনার সঙ্গে থাকুক, তাহলে এই ব্যাপারে আপনার স্থানীয় উপদেশদানকারী বা এ়ডভোকেসী সংস্থা অথবা স্বেচ্ছাসেবী (ভলান্টারি) দলের সঙ্গে যোগযোগ করুন।

আপনার যদি ভাষা অথবা যোগাযোগের জন্য বিশেষ কোন প্রয়োজন থাকে, যেমন, আপনার যদি একজন ইন্টারপ্রেটারের দরকার হয়, তাহলে এই মিটিংয়ের বেশ কিছুদিন আগেই সেটা সোশ্যাল সার্ভিসকে জানান, তাহলে তারা সময়মত এর ব্যবস্থা করতে পারবে।

মূল্যায়ণেরমিটিংয়ের পর

যখন এই মূল্যায়ণের করার পদ্বতিটি সম্পূর্ন হবে, তখন এটা বিস্তারিত ভাবে লেখা হবে।

আপনার নিম্নলিখিতগুলি করা উচিত।

সম্পূর্ন মূল্যায়ণের একটি কপি এবং যত্ন নেওয়ার পরিকল্পনার (যেটাতে সোশ্যাল সার্ভিসেস আপনাকে কি ধরনের সাহায্য প্রদান করবে সেটা বিস্তারিতভাবে লেখা) একটা কপি চান। এর ফলে আপনি এ সম্বন্ধে চিন্তা করবার, এবং যদি চান তাহলে অন্যদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন।

আপনার অধিকারগুলি জানুন। লিখিত মূল্যায়ণে যা যা লেখা হয়েছে তার সঙ্গে যদি আপনি একমত না হন অথবা আপনি যে ধরনের সাহায্য চেয়েছিলেন, তারা সেইগুলি দেন নি, তাহলে আপনি নালিশ করতে পারেন। স্থানীয় অধিকর্তার, বাড়িতে যত্ন নেওয়ার মূল্যায়ণ পদ্ধতির এবং সোশ্যাল সার্ভিসের নালিশের পদ্ধতির একটা কপি তাদের কাছে চান।

আপনি কি চান, সে সম্বন্ধে যতক্ষন নিশ্চিত না হবেন, ততক্ষন কোন কিছুতে দস্তখত দেবেন না। আপনি যদি এই ব্যাপারে কারো সঙ্গে কথা বলতে চান, তাহলে দস্তখত করবার আগে সেটা করুন।

যে সকল ব্যক্তিরা অতিরিক্ত বিকলাঙ্গতায় ভুগছেন, তারা কি ভাবে এই পদ্ধতিতে যোগদান করতে পারেন সেই বিষয়ে সাহায্য করবার জন্য, ডেভন টোটাল কমিউনিকেশন প্রজেক্ট “‘মাই লাইফ - মাই প্লান” (আমার জীবন- আমার পরিকল্পনা) নামে একটি বই প্রকাশ করেছেন।

মূল শব্দগুলি:

১. মূল্যায়ণ - একজন বিকলাঙ্গ ব্যক্তির অতিরিক্ত কি কি প্রয়োজন আছে এবং এই প্রয়োজন মেটানোর জন্য কোন কোন সাহায্য প্রদান করা হতে পারে, এই মূল্যায়ণের দ্বারা সেটা বিচার করা হবে।

২. যত্ন নেওয়ার ম্যানেজার - একজন ব্যক্তি, যিনি শিক্ষাগ্রহণের অক্ষমতা/বিকলাঙ্গতাগ্রস্থ ব্যক্তিদের প্রয়োজন সম্বন্ধে সবকিছু একসঙ্গে করে পরিকল্পনা লেখেন এবং তার সেবা ব্যবস্থার পরিচালনা করেন।

৩. উপদেশ দাতা- একজন ব্যক্তি যিনি অন্যদের চিন্তা-ভাবনার, দৃষ্টিভঙ্গীর এবং তাদের ইচ্ছা অনিচ্ছার কথা অন্যান্য ব্যক্তিরা যাতে জানতে পারেন তার ব্যবস্থা করেন

ওয়েবলিংক:

ডেভন টোটাল কমিউনিকেশন প্রজেক্ট -নিম্নলিখিত ওয়েবসাইটটি “মাই লাইফ - মাই প্ল্যান” ডাউনলোড করার জন্য।

http://www.learningdisabilitydevon.org.uk/symools/easyto-readinfo.htm

This document was provided by Mencap, http://www.mencap.org.uk