শিক্ষার বাঁধা অতিক্রম করা
Overcoming Barriers To Education
এ়সাইলা, সিকার এবং রেফিউজিদের জন্য ব্রিটেনে পড়াশোনা করা কঠিন হতে পারে । এই তথ্যপত্রে কি কি বাধা আসতে পারে এবং আপনি কি ভাছে সেগুলি অতিক্রম করতে পারবেন সেগুলির তালিকা দেওয়া হয়েছে ।
ভাষা
আপনি যদি ইংরাজী বলার দক্ষতা না নিয়ে ইউ কে তে আসেন, তাহলে আপনার প্রধান চিন্তার কারণ হবে কি ভাবে আলাপ বা কথার আদান প্রদান করবেন । প্রতিদিনের জীবন চালানোর জন্য ইংরাজী বলা ছাড়াও বেশীর ভাগ পড়াশোনার কোর্সের জন্য আপনার ভাল ইংরাজী জানা দরকার (অনেক ক্ষেত্রে কোর্স আরম্ভ হওয়ার আগে এটা পরীক্ষা করে দেখা হবে)।
কি ভাবে এই সমস্যাগুলি অতিক্রম করা যায়
ইংরাজী শেখার জন্য অনেক রকম কোর্স আছে । প্রধান প্রধান কোর্সের এবং সেই কোর্সে কি কি করতে হবে তার তালিকা নীচে দেওয়া হল ।
ইসল (ESOL) - অন্য ভাযাভাষি ব্যক্তিদের জন্য ইংলিশ (English for Speakers of Other Languages): এগুলি হচ্ছে সাধারন ইংলিশ শেখার ক্লাস । এই ক্লাসগুলি একেবারে প্রথম যারা আরম্ভ করেছেন, সেই মাত্রা থেকে আরও উপরের মাত্রারও হয়ে থাকে । কতকগুলি বিশেষ অবস্থায় কি ভাবে চলবেন, সেইগুলি এই ক্লাসগুলিতে শেখানো হয়, এবং এর সঙ্গে কিছু কিছু প্রাথমিক ব্যাকরনও শেখানো হয় । ইসলের অনেকগুলি কোর্স করলে একটা যোগ্যতা অর্জন করতে পারবেন । যার মানে হল আপনি সাফল্যজনকভাবে কোর্স শেষ করেছেন বলে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে । কিছু কিছু কলেজে ইসলের(ESOL) সঙ্গে অন্যান্য বিষয়েও পড়ানো হয় যেমন: ইলেকট্রনিকস, আইন অথবা কমপিউটার । তার মানে হল এই যে আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন, সেটা পড়ার সঙ্গে সঙ্গে, আপনার ইংলিশেরও উন্নতি হচ্ছে ।
ইএপি (EAP)- উচ্চতর শিক্ষার জন্য ইংরাজী শেখা (English for Academic Purpose): এইগুলির লক্ষ্য হল যে সকল ব্যক্তিদের অন্তত মূল ইংলিশের জ্ঞান আছে এবং কোন একটা বিশেষ বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছেন । এই মাত্রার ইংলিশ শেখানো হয় এই উদ্দেঙ্য লক্ষ্য করে যে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছেন সেটা বুঝবার জন্য, আলাপ আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং কোর্সের জন্য লিখিত কাজগুলির জন্য আপনাকে কি করতে হবে ।
ইএসপি (ESP) - বিশেষ উদ্দেঙ্যগুলির জন্য ইংলিশ (English for Specific Purposes): এই ক্লাসগুলি কর্মক্ষেত্রের জন্য কি রকম ইংলিশের প্রয়োজন সেটা শিক্ষা দেয় । যেমন: খাদ্য সরবরাহ এবং তৈরী করা (catering), ইঞ্জিনীয়ারিং, ডাক্তারী এবং আইন ।
ইসল ক্লাসগুলি সম্বন্ধে আরও জানতে চাইলে আপনার স্থানীয় অধিকতর শিক্ষা/ফারদার এডুকেশন(Further Education) কলেজ, এ়ডাল্ড এডুকেশন এবং সামাজিক দলগুলির সঙ্গে যোগাযোগ করুন । আপনি যাতে ঠিক স্তরের এবং সঠীক দলের সঙ্গে পড়াশোনা করতে পারেন তার জন্য আপনাকে পরীক্ষা করে দেখা হবে ।
অন্যদেশের শিক্ষাগত যোগ্যতা(Qualification)
বেশীরভাগ এ়সাইলাম সিকারদের এবং রেফিউজিদের তাদের নিজের দেশের শিক্ষাগত যোগ্যতা আছে । আপনি দেখবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে স্বীকার করা হবে না অথবা ইউ কে তে সেটা নীচের স্তর বলে গণ্য করা হবে । আপনি যে শিক্ষা নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন, সেটার জন্য আপনাকে হয়ত আবার ট্রেইনিং নিতে হবে যাতে আপনি আবার নূতন করে যোগ্যতা অর্জন করতে পারেন অথবা ইউ কে তে কোন পেশাদারী সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন ।
কি ভাবে এই সমস্যাগুলি অতিক্রম করা যায়
দি ন্যাশনাল একাডেমিক রেকগনিশন ইনফরমেশন সেন্টার {The National Academic Recognition Information Centre (UKNARIC)} হচ্ছে একটা স্বাধীন সংস্থা যেটা অন্য দেশের শিক্ষাগত যোগ্যতাগুলিকে ইউ কের সমান মান দিয়ে থাকে । এইগুলির অন্তর্ভূক্ত হল উচ্চমানের শিক্ষা (academic) , প্রায়োগিক বিদ্যা (techcical) , এবং কিছু কিছু পেশাদারী(vocational) যোগ্যতা । তারা আপনাকে এটাও বলতে পারবে যে ইউ কের কোন যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতার সমমানের । দি ন্যাশনাল একাডেমিক রেকগনিশন ইনফরমেশন সেন্টারের {The National Academic Recognition Information Centre (UKNARIC)} তথ্য কেবলমাত্র পথনির্দেশ করতে পারে এবংসেটা কলেজ অথবা নিয়োগকর্ত্তারা প্রমান হিসাবে নাও মানতে পারেন ।
কিছু কিছু সংস্থা “জীবন থেকে শেখা এবং কাজের অভিজ্ঞতা” থেকে শেখার উপর মূল্যায়ন(assemetn) এবং কৃতিত্ব আরোপ(accreditation) করতে পারে । যেটাকে বলা হয় আগের পরীক্ষামূলক শিক্ষার উপর কৃতিত্ব আরোপ {Accreditation of Prior Experientian Learning (APEL)} । এর ভিতর আছে প্রমানপত্রের দলিল তৈরী করা এবং ক্ষমতার প্রমান করা, যেগুলিকে মূল্যায়ন করা যেতে পারে । ইউ কে তে আপনার সার্টিফিকেটগুলি যদি আপনার সঙ্গে না থাকে তাহলে এই মূল্যায়নগুলি বিশেষভাবে উপকারী হবে ।
আপনি যদি এমন কোন বিষয়ে পড়াশোনা করে থাকেন বা ট্রেইনিং নিয়ে থাকেন যার জন্য ইউ কে তে কাজ করতে গেলে এখানে পেশাদার হিসাবে নিবদ্ধ বা তালিকাভূক্ত হতে হবে যেমন: শিক্ষাদান করা, ডাক্তারী অথবা আইন, তাহলে এখানে কাজ আরম্ভ করার আগে আপনাকে আবার উপযুক্ত (qualify) হবার আগে একটা পদ্ধতির ভিতর দিয়ে যেতে হবে । এর মানে হল আপনার এখানে কাজ পাবার আগে নিয়ন্ত্রিত পেশাদারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং সম্ভবত বাড়তি ট্রেনিং নিতে হবে, এবং কাজের অভ্যাস করতে হবে । আপনার যদি এই ব্যাপারে সাহায্যের প্রয়োজন হয় তাহলে রিটাসের (RETAS) সঙ্গে যোগাযোগ করুন । এর বিস্তারিত বিবরন শেষের পাতায় আছে ।
পঙ্গুতা/বিকলাঙ্গতা
আপনার পঙ্গুতা বা বিকলাঙ্গতা যাই থাকুক না কেন জনসাধারনের জন্য যে ব্যবস্থাগুলি ইউ কে তে আছে সেগুলি ব্যবহার করা কঠিন । বহু কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির বাড়ীগুলি পুরানো, যেগুলি পঙ্গু বা বিকলাঙ্গ ব্যক্তিদের ব্যবহারের উপযোগী করা হয় নি এবং এর ফলে তাদের এসব জায়গায় ঢোকা এবং চলাফেরা করা একটা সমস্যা হয়ে দাড়ায় । যান বাহনে চলাফেরা করা, কলেজের ব্যবস্থাগুলিকে ব্যবহার করা, এবং এমন কি যে কোর্স করবেন ট্রেনিং নেবেন, সেগুলিতে সম্স্যা দেখা দিতে পারে । মনে রাখবেন এ়সাইলাম সিকারদের ডিসেবিলিটি লিভিং এলাউন্স(DLA) পাবার যোগ্যতা নেই । তবে পঙ্গু বা বিকলাঙ্গ ব্যক্তিদের জন্য বিভিন্ন ধরনের যে সকল সেবা ব্যবস্থা আছে, তারা হয়ত সেগুলি পাবার যোগ্যতা অর্জন করতে পারেন রোপের (ROAP) 4 নম্বর তথ্যপত্র দেখুন ।
কি ভাবে এই সমস্যাগুলি অতিক্রম করা যায়
1995 সালে ব্রিটেনে ডিসেবিলিটি ডিসক্রিমিনেশন আইন (DDA)প্রচলিত করা হয়েছে । যে কোন একটা সংস্থা অথবা পঙ্গু বা বিকলাঙ্গ ব্যক্তিদের বিরুদ্ধে বিভেদমূলক ব্যবহার করা হল আইনের লঙ্ঘন করা। বেশীরভাগ শিক্ষাদাতাকারীগনই বিকলাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য ভালভাবে সাহায্য প্রদান করেন । বেশীরভাগ কলেজেই এখন পঙ্গু বা বিকলাঙ্গ ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য একজন কর্মী আছেন । এই সাহায্যগুলি এমন হতে পারে যে সকল ছাত্রছাত্রীরা নোট নিতে পারেন না তাদের জন্য ডিকটাফোনের ব্যবস্থা করা, চলাফেরা করার জন্য সাহায্য প্রদান করা, বাড়তি জিনিসপত্রের ব্যবস্থা করা এবং ব্যক্তিগত সমস্যা সমাধানে সাহায্য করা ।
বেশীরভাগ উচ্চ শিক্ষা/ফারদার এডুকেশন(Further Education) কলেজগুলিতে পঙ্গু বা বিকলাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য একটা বিভাগ আছে । সেখানকার কোর্সগুলিতে শেখানো হয় জীবন যাত্রার পদ্ধতি(life skill) , ব্যক্তিগত স্বাস্থ্যবিজ্ঞান, কমপিউটারের ব্যবহার, রান্না এবং সাধারন পড়াশোনা ও অঙ্ক । এই কোর্সগুলি সাধারনত প্রাথমিক মানের যোগ্যতার সঙ্গে সংযুক্ত এবং সারা দেশে এই যোগ্যতা স্বীকৃত । এই কোর্স করার পর বহু ছাত্রছাত্রীই অন্যান্য কোর্স করতে যান ।
একইভাবে যারা মানসিক অসুস্থতায় ভোগেন তারাও, তাদের জন্যও নির্দ্দিষ্ট ধারনের কোর্স আছে, যেগুলিতে তারা যোগদান করতে পারেন ।
ভোগলিক বিচ্ছিন্নতা
ইউ কে তে বেশীরভাগ শহরেই ভাল স্বাধীন উপদেশ দেওয়ার সংস্থা আছে । তবে এর সবগুলিই এ়সাইলাম সিকার এবং রেফিউজিদের উপদেশ দেওয়ার ব্যপারে অভিজ্ঞ নয় । আপনি যদি বড় বড় শহর/নগরের বাইরে বাস করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার অধিকতর শিক্ষা/ফারদার এডুকেশনের(Further Education) ব্যপারে উপদেশ পাওয়ার সুযোগ হয় খুব কম অথবা একেবারেই নেই । অনেকসময়েই উপদেশদাতারা এবং শিক্ষাদাতারা উপযুক্ত সাহায্য দিতে অসমর্থ অথবা না জেনে রেফিউজিদের অধিকার এবং বিষয়ে ভুল তথ্য বা উপদেশ দিয়ে থাকেন ।
কি ভাবে এই সমস্যাগুলি অতিক্রম করা যায়
আপনি যদি কোন উপযুক্ত কলেজের কাছাকাছি বাস না করেন অথবা কলেজে যেতে অসমর্থ হন তাহলে “দূরবর্তী শিক্ষা(distace-learning)” অথবা “খোলা শিক্ষার কোর্সগুলি (open learning course)” ব্যবহার করে বাড়ীতে পড়াশোনা করা সম্ভব হতে পারে । তবুও আপনাকে মধ্যে মধ্যে লেকচার এবং টিউটোরিয়ালে যোগ দিতে হবে । যারা বাড়ীতে পড়াশোনা করতে চান, তাদের জন্য ওপেন ইউনিভারসিটি(Open University) স্নাতোকত্তর(post graduate) মান পর্য্যন্ত নানান কর্মসূচী পরিচালনা করেন । এইভাবে আরও পেশাদারী সংস্থা অনেক বিষয়ে ট্রেনিং দেয় যেমন: গণিতবিদ্যা(accountancy) , গ্রন্থাগারিক(librarianship) ইত্যাদি । অনেক অধিকতর শিক্ষার/ফারদার এডুকেশনের(Further Education) কলেজগুলিও তাদের কতকগুলি উচ্চশিক্ষামূলক কোর্সগুলি, দূরবর্তী শিক্ষার(distace learning) এইভাবে প্রদান করতে পারে । কোন কোর্সগুলি কোথায় পাওয়া যাবে সেটা জানবার জন্য আপনাকে আলাদা আলাদাভাবে সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করতে হবে ।
আপনার পক্ষে যদি ইনটারনেট ব্যবহার করা সম্ভব হয় তাহলে অন-লাইনে অনেক ধরনের ট্রেনিং পাওয়া যায় । এর মধ্যে অনেগুলি লার্নডাইরেক্টের(LeardDirect) মাধ্যমে পাওয়া যায় । এর বেশীরভাগকোর্সগুলিই হচ্ছে তথ্য-প্রযুক্তি বিদ্যার(Information Technology) উপর । তাদের অন-লাইন কোর্সগুলির মধ্যে লার্নিং সেন্টার থেকে ইসলকেও (ESOL) অন্তর্ভূক্ত করা হয়েছে । কিছু কিছু বিশ্ববিদ্যালয়গুলিও তথ্য-প্রযুক্তি বিদ্যার(Information Technology) উপর অন-লাইন কোর্সের সম্প্রসারন করছে । এইগুলির জন্য শিক্ষকদের সঙ্গে খুব স্বল্প যোগাযোগ বা একেবারেই যোগাযোগের প্রয়োজন হয় না । সব লিখিত কাজগুলি অন-লাইনের ওয়েব সাইটে পাঠাতে হয় এবং টিউটোরিয়াল এবং সেমিনারগুলিও অন-লাইনেই হয়ে থাকে ।
সাবধান: অনেক দূরবর্তী শিক্ষার(distace-learning) সংস্থাগুলি হচ্ছে প্রাইভেট কোম্পানি । তারা খুব বেশী পারিশ্রমিক দাবী করে, কিন্তু কোন বিশেষ সুবিধা প্রদান করে না এবং কোর্স শেষ হওয়ার পর যে যোগ্যতাগুলি দেয় সেগুলি প্রায়শঃই স্বীকৃত হয় না । যে কোন অন-লাইন দূরবর্তী শিক্ষা(distace-learning) আরম্ভ করার আগে পরামর্শ নিন ।
রেফিউজি মহিলারা
রেফিউজি মহিলা হিসাবে, বিশেষতঃ যাদের সন্তান আছে, আপনাদের হয়ত বেশীরভাগ শিক্ষার সুযোগ নিতে অসুবিধা হয় । আপনি হয়ত মনে করেন যে শিক্ষা নেওয়াটা এখন জীবনের প্রধান লক্ষ্য নয় অথবা পারিবারিক বা সামাজিক কারনে শিক্ষাগহণ করা কঠিন হয়ে পড়ে ।
কি ভাবে এই সমস্যাগুলি অতিক্রম করা যায়
অনেক কলেজেই বাচ্চাদের দেখাশোনার ব্যবস্থা আছে, এবং কতকগুলি স্থানীয় কাউন্সিল কম খরচে বাচ্চাদের দেখাশোনার ব্যবস্থা করে থাকেন । এই দেখাশোনার ব্যবস্থাগুলি সাধারনত তিন বত্সরের উপরের বাচ্চাদের জন্য পাওয়া যায়, তবে যারা এই ব্যবস্থাগুলি প্রদান করেন তাদের কাছে এই সম্বন্ধে খোজ নেওয়া উচিত । মনে রাখবেন বাচ্চাদের দেখাশোনার ব্যবস্থার খুব বেশী চাহিদা এবং আপনার সন্তানের জন্য এই ব্যবস্থা অনেকদিন আগে থেকেই বুক করে রাখতে হবে । প্রাইভেটে বাচ্চাদের যারা দেখাশোনা করেন, যেমন: চাইল্ড মাইন্ডার, তাদের খরচ দেওয়ার জন্য স্থানীয় ট্রাস্ট অথবা সেবামূলক সংগঠন থেকে হয়ত কিছু অর্থ পাওয়া সম্ভব হতে পারে । যদিও এই অর্থভান্ডার খুবই সীমিত ।
নিউ ডিল ফরলোন পেরেন্টস্ (New Deal for Lone Parents)পরিকল্পনার মাধ্যমে বর্তমানে বাচ্চাদের দেখাশোনার জন্য আর্থিক সহায়তা পাবার সুযোগ আছে, যেটা আপনার বেনিফিটের উপর কোন প্রভাব ফেলবে না । এই বিষয়ে আরও জানার জন্য আপনার স্থানীয় এমপ্লয়মেন্ট সার্ভিসের সঙ্গে যোগাযোগ করুন ।
আরও অনেকগুলি কোর্স আছে যেগুলি বিশেষ করে মহিলাদের জন্য, যেগুলি তাদের শিক্ষার এবং ব্যক্তিগত প্রয়োজনের উপযোগী । এগুলি প্রায়শই আপনার সন্তানদের আপনার শিক্ষার অভিজ্ঞতার অন্তর্ভূক্ত করে এবং/অথবা যখন আপনি পড়াশোনা করছেন তখন আপনার সন্তান/সন্তানদের দেখাশোনার ব্যবস্থা করে । যদি আপনার পক্ষে দূরে কোন শিক্ষায়তনে যাওয়ার অসুবিধা হয় তাহলে প্রায়শঃই আপনি স্থানীয় সামাজিক সংস্থার ট্রেনিংগুলিতে যোগ দিতে পারেন ।
দয়া করে মনে রাখবেন এই পত্রে আইনের অথবা আপনার অধিকারের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করা হয় নি । আপনার নিজের অবস্থার ব্যপারে বিস্তারিত উপদেশের জন্য আপনার একজন বিশেষজ্ঞ উপদেশদাতা বা উকিলের সঙ্গে যোগাযোগ করা উচিত্ ।
আরও বিস্তারিত তথ্যের জন্য রোপ(ROAP) পার্টনারশীপের সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করুন
এসাইলামের আবেদনের পদ্ধতি এবং উপদেশের জন্য নীচের সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করুন:
এসাইলাম এইড
28কমার্শিয়াল স্ট্রীট, লন্ডন ই1 6এল এস
টিলিফোন: 020 7377 5123
ফ্যক্স: 020 7247 7789
ওয়েলফেয়ার বেনিফিটগুলির এবং এ়সাইলামের সহায়তার ব্যাপারে উপদেশের জন্য নীচের সংস্থার সঙ্গে যোগাযোগ করুন:
সেন্ট্রাল লন্ডন এডভাইস সার্ভিস (CLAS )
ডেরী হাউস, পেনফোল্ড স্ট্রীট, লন্ডন এন ডব্লু 8 8এইচ জে
টেলিফোন: 020 7402 6750 এক্সটেনশন 23
ফ্যক্স: 020 7224 8264
বয়স্কদের শিক্ষা, ট্রেইনিং এবং চাকরীর/কাজের চুক্তির ব্যপারে উপদেশের জন্য নীচের সংস্থার সঙ্গে যোগাযোগ করুন:
রেফিউজি এডুকেশন এবং ট্রেইনিং এডভাইসরি সার্ভিস (RETAS)
14 ডাফারিন স্ট্রীট, লন্ডন ইসি1ওয়াই 8পিডি
টেলিফোন: 020 7426 5837/5817
ফ্যক্স: 020 7251 1314
2003 সালের মার্চ মাসে প্রকাশিত