Skip Navigation | Accessibility

information, advice, guidance and learning materials in community languages

এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যবস্থা চালিয়ে যাও
Continuing NHS health care services,

বিকলাঙ্গতা, দীর্ঘদিনের অসুস্থতা অথবা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের চিকিত্সার জন্য, এই উপরোক্ত ব্যবস্থা চালিয়ে নিয়ে যাওয়া হবে

আপনার যদি স্থানীয় যোগ্যতা/এলিজিবল ক্রাইটেরিয়া থাকে তাহলে হয়ত বিভিন্ন প্রতিষ্ঠানে এই সেবা প্রদান করার ব্যবস্থা করা হতে পারে - যে কোন হাসপাতালে, আপনার বাড়ীতে, কোন যত্ন নেওয়ার বাড়ীতে/কেয়ার হোমে, দৈনিক হাসপাতাল (যেখানে রুগী কেবল দিনের বেলা থাকতে পারে) ইত্যাদি। সরকারী নির্দেশিকায় এটা বলা হয়েছে যে যত্ন নেওয়ার প্রয়োজনই মূল বা কেবলমাত্র এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যবস্থা চালিয়ে যাওয়ার যোগ্যতা নয়।

এই ব্যবস্থার ভিতর থাকতে পারে:

  • এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর খরচে আপনার বাড়ীতে বা অন্য কোন স্থানে যত্ন নেওয়ার ব্যবস্থা চালিয়ে যাওয়া;
  • পূনর্বাসন এবং আরোগ্যলাভের ব্যবস্থা;
  • লাঘবকর/পেলিয়াটিভ যত্ন নেওয়ার ব্যবস্থা
  • সাময়িক বিরতির সময়ে স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যবস্থা
  • বিশেষ স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যবস্থা
  • স্বাস্থ্যের বিশেষভাবে যত্ন নেওয়ার জন্য জিনিষপত্র এবং যন্ত্রপাতি
  • বিশেষ যাতায়াতের ব্যবস্থা

যত্ন নেওয়ার বাড়ীতে/কেয়ার হোমে অথবা অন্য কোন স্থানে সম্পূর্ন এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর খরচে স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যবস্থা চালিয়ে যাওয়া

মূল্যায়ন করে যদি এটা বিবেচনা করা হয়ে থাকে যে আপনার বাসস্থানের এবং ব্যক্তিগত যত্নের প্রয়োজন, আছে তবে আপনার প্রধান প্রয়োজন হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য যত্ন নেওয়া, সেই ক্ষেত্রে আপনার যত্ন নেওয়ার এবং সেই যত্ন নেওয়ার খরচ বহন করার দায়িত্ব হচ্ছে এন এইচ এসের (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) ।

বহু ক্ষেত্রেই এই যত্ন নেওয়া হয়ে থাকে যত্ন নেওয়ার বাড়ীতে এবং সমস্থ খরচ - যেমন বাসস্থানের, ব্যক্তিগত যত্নের এবং স্বাস্থ্যের যত্ন প্রদান করার দায়িত্ব হল প্রাইমারি কেয়ার ট্রাস্টের (পি সি টির), তবে হয়ত এই যত্ন প্রদান করা হবে যত্ন নেওয়ার/কেয়ার হোমে বাড়ীতে যেখানে নার্স থাকে, হাসপাতালে, হসপিসে অথবা আপনার নিজের বাড়ীতে।

পুনর্ব্বাসন এবং আরোগ্যলাভের ব্যবস্থা

আপনার যদি কোন বড় অপারেশন, হার্ট এ়টাক, স্ট্রোক হয়ে থাকে অথবা দীর্ঘদিন ধরে কোন কঠিন রোগে ভুগে থাকেন, তাহলে পুনর্ব্বাসন এবং আরোগ্যলাভের ব্যবস্থার দ্বারা, আপনার স্বাস্থ্যের উন্নতি করতে এবং আপনি যতটা সম্ভব স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন সেই চেষ্টা করা হবে। এই ব্যবস্থা হয়ত কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে চলতে থাকবে। এই ব্যবস্থাগুলির ভিতর থাকতে পারে কথা বলতে অথবা খাবার গিলতে সাহায্য করার জন্য স্পীচ থেরাপী, চলাফেরা এবং শারীরিক দক্ষতা বাড়াতে সাহায্য করার জন্য সংবাহন চিকিত্সা বা ফিজিওথেরাপী অথবা বাড়ীর ভিতরে চলাফেরার সুবিধার জন্য উপযুক্ত সাহায্যকারী জিনিষপত্রের ব্যবহার করার এবং বাসস্থানকে রুগীর ব্যবহারের উপযুক্ত করার জন্য অকুপেশনাল থেরাপী। হাসপাতালে জটিল চিকিত্সার পর আপনার নিজের বাড়ীতে ফিরে যাওয়ার ব্যপারে আপনার নিজের উপর আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করার ব্যবস্থাও এর অন্তর্ভূক্ত।

মাধ্যমিক ব্যবস্থা একই ধরনের যত্ন নিয়ে থাকে, তবে সেই যত্ন প্রদান করা হয় কেবলমাত্র নির্দ্দষ্ট সময়ের জন্য।

লাঘবকর/পেলিয়াটিভ যত্ন নেওয়ার ব্যবস্থা

এই শব্দটি ব্যবহার করা হয় একটি যত্ন নেওয়ার দল সম্বন্ধে, যে দলের মধ্যে থাকেন একজনের বেশী পেশাদারী ব্যক্তি। যখন একজন ব্যক্তি যিনি মৃত্যুশয্যায় এবং কোন চিকিত্সাতেই আর তার কোন উপকার হচ্ছে না, সেই ব্যক্তি এবং তার পরিবারকে সাহায্য করার জন্য এই পেশাদারী দলের ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে তারা, আপনাকে এবং আপনার পরিবারকে আরামদায়ক অবস্থায়, এবং আপনারা যাতে ভালভাবে থাকতে পারেন, সেই ব্যপারে সাহায্য করার জন্য। ব্যবস্থগুলির ভিতর হয়ত থাকতে পারে আপনার ব্যথা বেদনা এবং অন্যান্য শারীরিক লক্ষনগুলিকে নিয়ন্ত্রন এবং পরিচালনা করার ব্যবস্থা।

এই যত্নের একটা উল্লেখযোগ্য অংশ হল কঠিন অসুখের সময়ে এবং পরে আবেগমূলক সাহায্য প্রদান করা। যে সকল রুগীরা ক্যনসার রোগে ভুগছেন এবং বেশীদিন বাঁচবার আশা নেই তাদের এবং তাদের পরিবারদের সাহায্য এবং সহায়তা প্রদান করার জন্য স্বেচ্ছাসেবী/চ্যরিটেবল সংস্থাগুলির তালিকা, উপযুক্ত সংস্থার তালিকায় দেখুন।

সাময়িক বিরতির সময়ের স্বাস্থ্যের যত্ন

সাময়িক বিরতির মানে হল, যখন পরিবারের কোন সদস্য বা বন্ধু অসুস্থ ব্যক্তিকে তার নিজের বাড়ীতে দেখাশোনা করেন, তখন তাকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বিরতি দেওয়া। যখন পরিবারের সদস্য বা বন্ধু হয়ত অসুস্থ অথবা তাদের দায়িত্ব থেকে কিছুক্ষনের অথবা কিছুদিনের জন্য বিরতির প্রয়োজন তখন রুগীকে এই সাময়িক বিরতির সময়ের স্বাস্থ্যের যত্ন প্রদান করা হয়ে থাকে।

কোন কারনে যদি আপনার স্থানীয় পি সি টি/প্রাইমারি কেয়ার ট্রাস্টের মূল্যায়নের বিবেচনায় আপনার সাময়িক বিরতির জন্য স্বাস্থ্যের যত্ন পাওয়ার যোগ্যতা না থাকে, তাহলেও স্থানীয় কর্ত্তৃপক্ষের দ্বারা এই যত্নের আয়োজন করা সম্ভব। যদি স্থানীয় কর্ত্তৃপক্ষ এই যত্নের ব্যবস্থা করে থাকেন, তাহলে এই খরচের কিছুটা অংশ হয়ত আপনাকে দিতে হতে পারে। যদি এই সাময়িক বিরতির যত্নের জন্য স্থানীয় কর্ত্তৃপক্ষ আপনাকে কিছুটা খরচা দিতে বলেন এবং এই যত্ন পাওয়ার জন্য আপনাকে নার্সিং হোমে যাবার ব্যবস্থা করেন, তাহলে যে সময়টা আপনাকে নার্সিং হোমে থাকতে হবে, তাহলে যে সময়টা আপনাকে নার্সিং হোমে থাকতে হবে, সেই সময়ের যত্ন নেওয়ার দায়িত্বের খরচ এন এইচ এসের (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) বহন করা উচিত্। এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর যথাযথ মানের সাময়িক বিরতির যত্নের জন্য খরচা অবশ্যই দিতে হবে, বিশেষতঃ তাদের জন্য, যাদের এই সাময়িক বিরতির সময়ে সক্রিয় পুর্বাসনের প্রয়োজন অথবা এর দ্বারা উপকৃত হতে পারেন।

ক্রসরোড হচ্ছে একটি স্বেচ্ছাসেবী/চ্যরিটেবল সংস্থা। তারা রুগীকে যাতে নার্সিং হোমে না গিয়ে, নিজের বাড়ীতে থেকে যত্ন পেতে পারেন তার ব্যবস্থা করতে পারেন। এই ব্যবস্থায় তারা সোসাল সার্ভিসকে অন্তর্ভূক্ত করে বা না করেও এই যত্ন প্রদানের ব্যবস্থা করতে পারেন। আপনাকে হয়ত এর জন্য খরচা দিতে বলা হতে পারে। তারা আপনার এলাকায় এই সেবা প্রদান করেন কি না সেটা জানার জন্য এবং যোগাযোগের বিস্তারিত খবরেন জন্য “উপযুক্ত সংস্থার” তালিকাটি দেখুন।

বিশেষ যাতায়াতের ব্যবস্থা

যদি আপনার স্বাস্থ্যের কারনে, কোন বিশেষ চিকিত্সার জন্য, এমবুলেন্স অথবা অন্য কোন বিশেষ ধরনের যাতায়াতের ব্যবস্থার প্রয়োজন হয়, তাহলে আপনার জন্য সেটা ব্যবহার করা হতে পারে। এর ভিতর থাকতে পারে:

  • হাসপাতাল বা হসপিসে যাওয়া এবং ফিরে আসার জন্য যানবাহন
  • যখন জরুরী কারনে/এমারজেন্সিতে যত্ন নেওয়ার বাড়ীতে/কেয়ার হোমে ভর্ত্তি হওয়ার জন্য যাওয়া
  • যে সকল ব্যক্তিরা যত্ন নেওয়ার বাড়ীতে/কেয়ার হোমে থাকেন, তাদের স্বাস্থ্য প্রদানের সংস্থাগুলিতে যাতায়াত করার জন্য সাধারন যানবাহন।

স্বাস্থ্য বিভাগের যে সকল কর্মীরা আপনার যত্ন নেওয়ার ব্যপারে অন্তর্ভূক্ত, তারাই এই যানবাহনের ব্যবস্থা করে থাকেন।

বিশেষ স্বাস্থ্যের যত্ন নেওয়ার সহায়তা এবং জিনিষপত্র এব যন্ত্রপাতি

অন্যান্য যে সকল ব্যবস্থা বিনামূল্যে আপনার পাওয়ার যোগ্যতা আছে, যদি মূল্যায়ন করে এটা বিবেচনা করে দেখা যায় যে আপনার সেগুলির প্রয়োজন আছে, সেগুলি হল:

  • মধ্যে মধ্যে বিশেষ ডাক্তারী উপদেশ এবং চিকিত্সা চালিয়ে যাওয়া;
  • বিশেষ যত্ন, যেমন পায়খানা এবং পেচ্ছাবের ব্যপারে সংযম, শরীরের কোনখানে কোন গর্ত/ষ্টমা থাকলে তার যত্ন নেওয়া, বহুমূত্রের/ডায়াবেটিসের সম্বন্ধে উপদেশ অথবা সামাজিক সেবা ব্যবস্থাগুলি যেমন ফিজিওথেরাপী, কথা বলা এবং ভাষার চিকিত্সা/স্পীচ থেরাপী এবং পায়ের পাতার চিকিত্সা/চিরোপডি;
  • যাদের পায়খানা এবং পেচ্ছাবের ব্যপারে সংযম নেই তাদের জন্য প্যাড, অন্যান্য উপযুক্ত যন্ত্রপাতি এবং সেবা/নার্সিংএর জন্য প্রয়োজনীয় জিনিষপত্র এবং যন্ত্রপাতি;
  • অনেকগুলি সামাজিক জিনিষপত্রের ব্যবস্থা, যার ভিতর আছে - কমোড, বিছানায় দীর্ঘদিন ধরে শুয়ে থাকার জন্য যে ঘা হয় সেটার জন্য আরামদায়ক জিনিষগুলি;
  • বিশেষ ধরনের ডাক্তারী এবং নার্সিংএর জিনিষপত্র -যেমন রুগীকে অসাধারন বা বিশেষভাবে খাওয়ানোর জন্য বিশেষ ধরনের জিনিষ, যেটা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না এবং সাধারনত কেবলমাত্র হাসপাতাল থেকেই পাওয়া যায়;

প্রাথমিক যত্ন এবং সামাজিক/কমিউনিটি স্বাস্থ্যের ব্যবস্থা চালিয়ে যাওয়া

আপনি যে অঞ্চলেই বাস করুন না কেন কখনও কখনও আপনার ডাক্তারের/জিপির কাছে যাওয়ার প্রয়োজন হবে। এ ছাড়াও কখনও কখনও অন্যান্য চিকিত্সকদের কাছেও যাওয়ার প্রয়োজন হতে পারে, যেমন - দাঁতের ডাক্তার/ডেনটিস্ট অথবা চোখের ডাক্তার/অপটিশিয়ান ইত্যাদি।

আপনার একজন ডাক্তারের সার্জারীতে নাম লেখানো উচিত্ এবং নিজের বাড়ীতে থাকলে যে ভাবে আপনার ডাক্তার আপনার চিকিত্সা করতেন, আপনি কোন যত্ন নেওয়ার বাড়ীতে/কেয়ার হোমে বা শেল্টারড হাউসে থাকলেও, ডাক্তার সেরকম ভাবেই চিকিত্সা করবেন। এই সব স্থানে থাকাকালীন যে চিকিত্সাগুলি পাবেন, তার জন্য কোন বাড়তি খরচ লাগবে না। আপনি সেই সব স্থানে দাঁতের এবং চোখের চিকিত্সাও করাতে পারবেন। যদি আপনার স্বাস্থ্য ভাল না থাকার জন্য আপনি ডাক্তারদের সার্জারীগুলিতে না যেতে পারেন, তাহলে আপনি যেখানে থাকেন তারা সেখানে এসে আপনাকে দেখবেন এবং এর জন্য কোন বাড়তি খরচ লাগবে না। কখনও কখনও আপনার কোন বিশেষ যন্ত্রপাতির দ্বারা চিকিত্সার প্রয়োজন হলে, আপনাকে হয়ত ডাক্তারের সার্জারীতে যেতে হতে পারে।

নোট: যাদের জন্য যত্ন চালিয়ে যাওয়ার প্রয়োজন, এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর খরচে এটা চালিয়ে যাওয়ার একটা পথ হল, রেজিস্টারড নার্সিং অথবা মাধ্যমিক যত্নের ব্যবস্থা। এই ব্যবস্থাগুলি এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর ব্যবস্থার ভিতর পড়ে না।

উপকারী সংস্থাগুলি

কমিশন ফর সোসাল কেয়ার ইন্সপেকশন (সি এস সি আই)/ Commission for Social Care Inspection (CSCI), ৩৩ গ্রেকোট স্ট্রীট, লন্ডন এস ডব্লু ১পি ২কিউ এফ/33 Greycoat Street, London SW1P 2QF, সাহায্যের টেলিফোন লাইন: ০৮৪৫ ০১৫ ০১২০ (স্থানীয় টেলিফোনের মূল্য), ওয়েবসাইট www.csci.org.uk সি এস সি আই (যেটাকে সি স্কাই বলেও বলা যেতে পার) তাদের দায়িত্ন হচ্ছে, ইংল্যান্ডে যত্ন নেওয়ার বাড়ীগুলিতে/ কেয়ার হোমগুলিতে যে যত্ন প্রদান করা হয়ে থাকে সেই ব্যপারে এবং সেই বাড়ীগুলিকে তালিকাভূক্ত এবং পরিদর্শন করার। যদি কোন যত্ন নেওয়ার বাড়ীতে/কেয়ার হোমে যে যত্ন প্রদান করা হচ্ছে সেই ব্যপারে আপনি অসুখী, তাহলে আপনি এই কমিশনের কাছে নালিশ জানাতে পারেন। আপনি যদি সাহায্যের লাইনে ফোন করেন তাহলে তারা আপনার এলাকায়, এই বাড়ীগুলিকে দেখাশোনা করার দায়িত্ব কোন অফিসের উপর আছে সেই সম্বন্ধে খবর দিতে পারবেন।

দি হেল্থ কেয়ার কমিশন/TheHealthcare commission, ফিন্সব্যুরী টাওয়ার,১০৩ - ১০৫ বানহিল রো, লন্ডন ই সি ১ওয়াই ৮টি জি/Finsbury Towe, 103 - 105 Bunhill Row , London EC1Y 8TG, টেলিফোন: ০২০ ৭৪৪৮ ৯২০০। ওয়েবসাইট www.healthcarecommission.org.uk ই-মেইল feedback healthcarecommission.org.uk দি হেল্থকেয়ার কমিশন ইংল্যান্ডে এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর প্রাইভেট এবং সেচ্ছাসেবী স্বাস্থ্যের যত্নের ব্যবস্থাকে নিয়ন্ত্রন করে থাকে।

তাদের ওয়েবসাইটে ইংল্যান্ডে স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যবস্থার উন্নতির জন্য এই কমিশনের যে দায়িত্ব, সেটার বর্ননা করা হয়ছে। স্থানীয় এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর ব্যবস্থাগুলি, রুগীদের নিরীক্ষন করা এবং এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর সংস্থাগুলির উন্নত বা স্টার মানের পুনর্বিবেচনার রিপোর্টগুলি ওয়েবসাইটে পাওয়া যাবে।

হেল্থ সার্ভিস ওমবুডস্‌ম্যন/Health Servcie Ombudsman, মিলব্যঙ্ক টাওয়ার, মিলব্যঙ্ক, লন্ডন এস ডব্লু ১পি ৪কিউ পি/Millbank Tower, Millbank, London SW1P 4QP, টেলিফোন: ০২০ ৭২১৭ ৪০৫১, এনকোয়ারী লাইন ০৮৪৫ ০১৫ ৪০৩৩ (স্থানীয় টেলিফোনের মূল্য) ওয়েবসাইট www.ombudsman.org.uk ওমবুডসম্যনের রিপোর্টগুলি ওয়েবসাইটে প্রকাশ করা হয়ে থাকে অথবা এনকোয়ারী লাইনে ফোন করে রিপোর্টগুলি কেনা যায়।

এন এইচ এস ডাইরেক্ট/NHS Direc, টেলিফোন নম্বর: ০৮৪৫ ৪৬ ৪৭ (স্থানীয় টেলিফোনের মূল্য) এটা ২৪ ঘণ্টার এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর সাহায্যের লাইন। তারা ইংল্যান্ডের প্রত্যেক এস এইচ এ/স্ট্র্যটেজিক হেল্থ অথরিটি (SHA/strategic Health Authority) এবং পি সি টি/প্রাইমারি কেয়ার ট্রাস্ট (PCT/Primary Care Trust) গুলির খবর দিতে পারবে। এখানে এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর ব্যপারে নালিশ করার পদ্ধতি এবং স্থানীয় রুগীদের জন্য উপদেশ এবং যোগাযোগের ব্যবস্থা, পেসেন্টস এডভাইস এন্ড লিয়েজন সার্ভসের (PALS) সঙ্গে কি ভাবে যোগাযোগ করবেন তার বিস্তারিত খবরও পাবেন।

ফিস অফ ফেরার ট্রেডিং/Office of Fair Trading,ফ্লিটব্যঙ্ক হাউস,২ - ৬ সালিসব্যুরি স্কোয়ার, লন্ডন ই সি ৪ওয়াই ৮জে এক্স/Fleetbank House, 2-6 Salisbury Square, London EC4Y 8JX, টেলিফোন: ০২০ ৭২১১ ৮০০০, খরিদ্দারদের সাহায্যর লাইন ০৮৪৫৭ ২২ ৪৪ ৯৯ (স্থানীয় টেলিফোনের মূল্য), ওয়েবসাইট www.oft.gov.uk নিম্নলিখিত ঠিকানায় চিঠি লিখে আপনি, ‘ফেয়ার টার্মস ফর কেয়ার’ নামক তথ্যপত্রটির জন্য অর্ডার পাঠাতে পারবেন। ঠিকানা হল অফট, পি ও বক্স ৩৬৬, হেইস, ইউ বি ৩ ১এক্স বি/OFT PO Box 366, Hayes UB3 1XB অথবা ০৮৭০ ৬০ ৬০ ৩২১ (স্থানীয় টেলিফোনের মূল্য) নম্বরে ফোন করেও অর্ডার পাঠাতে পারেন।

হসপিস ইনফরমেশন/Hospice Information, হেল্প দি হসপিস, হসপিস হাউস, ৩৪-৪৪ ব্রিটানিয়া স্ট্রীট, লন্ডন ডব্লু সি১এক্স ৯জে জি/Help the Hospices, Hospice House, 34-44 Britannia Street London WC1X 9JG,টেলিফোন ০৮৭০ ৯০৩ ৩ ৯০৩ (জাতীয় টেলিফোনের মূল্য), ওয়েবসাইট: www.hospiceinformation.info/index.asp. হসপিস ইনফরমেশন হল সেইন্ট ক্রিস্টোফার হসপিস এবং হেল্প দি হসপিসের সংযুক্ত প্রচেষ্টা। মৃত্যুশয্যায় শায়িত ব্যক্তিদের যত্নের/পেলিয়েটিভ কেয়ারের ব্যপারে এরা জনসাধারনকে এবং পেশাদারী ব্যক্তিদের খবরাখবর দিয়ে থাকেন।

ম্যাকমিলান ক্যন্সার রিলিফ/Macmillan Cancer Relief, ৮৯ এলবার্ট এমব্যংকমেনট, লন্ডন এস ই১ ৭ইউ কিউ/89 Albert Embankment, London SE1 7UQ ক্যন্সারলাইন ০৮০৮ ৮০৮ ২০২০ (বিনামূল্যে টেলিফোন) ওয়েবসাইট: www.macmillan.org.uk. এই সংস্থা ম্যাকমিলান নার্স এবং স্বাস্থ্যের অন্যান্য পেশাদারী ব্যক্তিদের মাধ্যমে সাহায্য প্রদান করতে পারেন। রুগীদের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা এবং ক্যন্সার লাইনের মাধ্যমে তথ্য এবং মানসিক বা আবেগের ব্যপারে সহায়তা করতে পারেন। তাদের সাহায্যের টেলিফোন লাইনে বিনামূল্যে ফোন করা যায়।

মারি কারী ক্যান্সার কেয়ার/Marie Curie Cancer Care, ৮৯ এলবার্ট এমব্যংকমেনট, লন্ডন এস ই১ ৭টি পি/89 Albert Embankment, London SE1 7TP, টেলিফোন ০২০ ৭৫৯৯ ৭৭৭৭, ওয়েবসাইট: www.mariecurie.org.uk. সারা ইংল্যান্ডে যে সকল ব্যক্তিরা ক্যান্সারে ভুগছেন, তাদের এবং তাদের পরিবারদের, তাদের নিজেদের বাড়ীতে এবং হসপিসে সাহায্য দিয়ে থাকেন। মারি কারী ক্যান্সার ইনস্টিটিউটের মাধ্যমে এই সংস্থা ক্যান্সার এবং এই অসুখ হওয়ার কারন সম্বন্ধে আরও বেশী খবরাখবরের ব্যবস্থা করে থাকেন।

ক্রসরোড - কেয়ারিং ফর কেয়ারারস/Crossroads - Caring for Carers, ১০ রিজেন্ট প্লেস, রাগবি, ওয়ারউইকশায়ার সি ভি২১ ২পি এন/10 Refent Place, Rugby Warwickshire CV21 2PN , টেলিফোন:০৮৪৫৪৫০০৩৫০(স্থানীয়টেলিফোনেরমূল্য), ওয়েবসাইট: www.crossroads.org.uk. এই পরিকল্পনা হচ্ছে যত্ন নেওয়ার ব্যক্তিদের জন্য। ইংল্যান্ডে এবং ওয়েলসে ক্রসরোডের ২০০টিরও বেশী এই সংস্থা আছে।

এই সংস্থা যেখানে পরিবারের সদস্যরা অসুস্থ ব্যক্তির যত্ন নিয়ে থাকেন, সেখানে উপযুক্ত যত্ন নেওয়ার ব্যক্তির ব্যবস্থা করে তাদেরকে সাময়িক বিরতি দেওয়ার ব্যবস্থা করতে পারেন। এই ব্যবস্থা করা হতে পার সপ্তাহে ১ ঘণ্টার জন্য, অথবা রাত্রে থাকার জন্য বা ছুটির সময়ে/হলিডের জন্য। স্থানীয় প্রয়োজন অথবা আর্থিক অনুদানের উপর এই পরিকল্পনার ব্যবস্থা নির্ভর করে

এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর ব্যবস্থা নির্ভর করে ডাক্তারির বা স্বাস্থ্যের প্রয়োজনের উপর ভিত্তি করে। আপনি এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) এর স্বাস্থ্যের যত্ন নেওয়া চালিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটা পাওয়ার যোগ্য কি না, সেটা ঠিক করার জন্য আপনার প্রয়োজনের মূল্যায়ন বিবেচনা করার পর, সেটা আপনার স্থানীয় পিসিটি/প্রাইমারি কেয়ার ট্রাস্টের স্বাস্থ্যের যত্নের/হেল্থ কেয়ারের মূল্যায়নের ব্যবস্থার সঙ্গে তুলনা করে দেখা হবে। আপনার প্রয়োজন যদি তাদের মূল্যায়নের সঙ্গে খাপ খায় এবং এটা মনে করা হয় যে যত্ন নেওয়ার/কেয়ার হোমে বাড়ীতে আপনার সবচাইতে ভাল দেখাশোনা করা হবে, তাহলে কেবলমাত্র ডাক্তারী খরচা নয়, যত্ন নেওয়ার বাড়ীতে/কেয়ার হোমে থাকার সব খরচা এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) দেবে। কোন পিসিটি/প্রাইমারি কেয়ার ট্রাস্টের এলাকায় আপনি থাকেন এবং কোন স্ট্র্যাটেজিক হেল্থ অথরিটির যোগ্যতার মূল্যায়ন আপনার ক্ষেত্রে প্রযোয্য, সেটা যদি আপনি জানতে চান, তাহলে এন এইচ এস ডাইরেক্ট লাইন (টেলিফোন ০৮৪৫ ৪৬ ৪৭) আপনাকে সেটা বলতে পারবে। তারা স্ট্র্যটেজিক হেল্থ অথরিটি এবং প্রাইমারি কেয়ার ট্রাস্ট সম্বন্ধে বিস্তারিত খবরাখবরও আপনাকে দিতে পারবে।

This document was provided by Age Concern, May 2004. www.ageconcern.org.uk