multikulti

বয়স্ক ব্যক্তিদের জন্য এন এইচ এস এর (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) বিশেষ ব্যবস্থাগুলি

Special NHS Services for older people

স্বাস্থ্যের উন্নতিবর্ধন/হেল্থ প্রমোশন এবং স্বাস্থ্য খারাপ হওয়া বন্ধ করা হচ্ছে স্বাস্থ্যের যত্ন নেওয়ার একটা বিশেষ অঙ্গ। বয়স্ক ব্যক্তিরা যাতে স্বাস্থ্য ভাল রেখে স্বাধীন ভাবে জীবন যাত্রা নির্বাহ করতে পারেন তার জন্য অনেকগুলি ব্যবস্থা আরম্ভ করা হয়েছে।

৬০ বত্সরের বেশী বয়স - বিনা মূল্যে প্রেসক্রিপশন

যাদের বয়স ৬০ অথবা তার বেশী, তাদের প্রেসক্রিপশনের জন্য কোন মূল্য দিতে হয় না। আপনাকে হয়ত আপনার যোগ্যতা প্রমান করার জন্য প্রেসক্রিপশনের পেছনে দস্তগত দিতে বলা হবে।

৬০ বত্সরের বেশী বয়স - বিনামূল্যে এন এইচ এস এর (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) চোখের চিকিত্সা

যে কোন ব্যক্তি যার ৬০ বত্সরের বেশী বয়স তার এন এইচ এস এর (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) চোখের পরীক্ষা বিনামূল্যে করাবার যোগ্যতা আছে। সাধারনত এটা বলে হয় যে প্রত্যেক বয়স্ক ব্যক্তির প্রতি দুই বত্সরে একবার চোখ পরীক্ষা করানো উচিত্। এটা সুপারিশ করা হয় যে বয়স্ক ব্যক্তি যাদের এখনও খুব বেশী বয়স হয় নি তাদের প্রত্যেক দুই বত্সরে একবার চোখ পরীক্ষা করানো উচিত্ এবং যাদের বয়স ৭০ বত্সর বা তার বেশী তাদের প্রত্যেক ১২ মাসে একবার করে চোখ পরীক্ষা করানো প্রয়োজন। চোখের ডাক্তাররা/অপটিশিয়ানরা, তাদের অভিজ্ঞতার দ্বারা ঠিক করতে পারবেন যে প্রত্যেক ব্যক্তির কত দিন পর পর চোখ পরীক্ষা করানোর প্রয়োজন।

কিছু কিছু চোখের ডাক্তাররা/অপটিশিয়ানরা কেবলমাত্র বেসরকারীভাবে বা প্রাইভেটে চোখের চিকিত্সা করেন। আপনি যখন চোখ পরীক্ষার জন্য এপয়েন্টমেন্ট করবেন, তখন এটা নিশ্চিত করবেন যে আপনি এন এইচ এস এর (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) চোখের পরীক্ষা করাচ্ছেন। আপনি এটাও নিশ্চিত করবেন যেন তারা চোখের সব রকম পরীক্ষা করে।

গ্লুকোমা এবং অন্যান্য চোখের রোগ সাধারনত বয়স্ক ব্যক্তিদেরই হয়ে থাকে এবং এগুলির জন্য চোখ পরীক্ষা করানো অত্যন্ত দরকারী। আফ্রিকা - ক্যারেবিয়ান গোষ্ঠির লোকেরা অথবা যাদের বহুমূত্র/ডায়াবেটিস রোগ আছে অথবা যে সকল ব্যক্তিদের আত্মীয় স্বজন কেউ গ্লুকোমা রোগে ভুগছেন, তাদের এই রোগ হবার সম্ভাবনা বেশী থাকে।

যে চোখের ডাক্তার/অপটিশিয়ান আপনার চোখ পরীক্ষা করেছেন বা করবেন, চশমা যে আপনাকে তার কাছ থেকেই নিতে হবে, সেরকম কোন বাধ্যবাধকতা নেই। আপনি প্রেশক্রিপশন চেয়ে নিয়ে অন্য কোন জায়গায় যেখানে হয়ত পছন্দ করার মত অনেক বেশী চশমা আছে অথবা দাম কম সেখান থেকে চশমা কিনতে পারেন।

এন এইচ এস এর (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) চোখের পরীক্ষা অথবা চোখ সম্বন্ধে অন্যান্য তথ্যের জন্য দি রয়াল ন্যাশনাল ইনস্টিটিউট অফ দি ব্লাইন্ড/The Royal National Institite of the Bling (RNIB) এর সঙ্গে যোগাযোগ করুন। আরও তথ্যের/ফারদার ইনফরমেশনের অংশটি পড়ে দেখুন।

৭৫ বত্সরের বেশী বয়সের ব্যক্তিদের স্বাস্থ্যের পরীক্ষা

আপনার যদি ৭৫ বত্সরের বেশী বয়স হয় এবং গত এক বত্সর বা তার বেশী সময়েও, আপনাকে কোন অসুস্থতার জন্য ডাক্তারের সার্জারীতে কাউকে দিয়ে চিকিত্সা করানো প্রয়োজন পড়েনি, তাহলে আপনি আপনার সাধারন স্বাস্থ্য সম্বন্ধে বা স্বাস্থ্যের কোন বিশেষ সমস্যার ব্যপারে আলোচনার জন্য অনুরোধ করতে পারেন।

যদি স্বাস্থ্যের কারনে আপনার পক্ষে ডাক্তারের সার্জারীতে যাওয়া কঠিন হয় তাহলে আপনার ডাক্তারের আপনাকে বাড়ীতে এসে পরীক্ষা করা উচিত্।

যে সকল ব্যক্তিদের বয়স ৭৫ বত্সরের বেশী তাদের ওষুধের ব্যবহারের পূনর্বিবেচনা

ন্যাশনাল সার্ভিস ফ্রেমওয়ার্ক ফর ওল্ডার পিপল/The National Service Framework for Older People এটা সুপারিশ করে যে প্রত্যেক ব্যক্তি যাদের বয়স ৭৫ বত্সরের বেশী, তাদের বত্সরে একবার করে বিনামূল্যে তারা কি ওষুধ ব্যবহার করছেন সেটার পরীক্ষা করানো উচিত্ , এবং যে সকল ব্যক্তিরা চারটি বা তার বেশী ওষুধ ব্যবহার করছেন তাদের এই ওষুধ ব্যবহারের পূনর্বিবেচনা প্রতি ছয় মাস অন্তর অন্তর করা উচিত্। বহু প্রাইমারি কেয়ার ট্রাস্ট (পিসিটি)/Primary Care Trust(PCT) ওষুধ ব্যবহারের পূনর্বিবেচনা করবার জন্য স্থানীয় নির্দেশিকা মেনে নিচ্ছেন। আপনার ডাক্তারকে/জিপিকে অথবা কেমিস্টকে এই স্থানীয় নির্দেশিকা সম্বন্ধে জিজ্ঞাসা করুন।

আপনাকে যদি এই পুনর্বিবেচনার জন্য আহ্বান করা হয় তাহলে “ফোকাস অন ইওর মেডিসিনস/Focus on Your Medicines” তথ্যপত্রটি পাওয়া যাবে কি না সেটা জিজ্ঞাসা করুন। আপনাকে এই ডাক্তারী পরীক্ষার জন্য তৈরী হতে সাহায্য করার জন্য এবং আপনি যে ওষুধগুলি ব্যবহার করছেন সে সম্বন্ধে যদি কিছু জানতে চান তাহলে কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন সেই বিষয়ে সাহায্য করার জন্য এই তথ্যপত্রটি লেখা হয়ছে।

৬৫ বত্সরের বেশী বয়স - বিনামূল্যে ফ্লু ইনজেকশন

ফ্লু হলে তারপর জটিল রোগ, যেমন - নিমোনিয়া বা ব্রঙ্কাইটিস হতে পারে। এইজন্য সরকারের নীতি হল, যে সকল ব্যক্তির বয়স ৬৫ বত্সর বা তার বেশী তাদের সকলকে ফ্লুর জন্য ইনজেকশন দেওয়া। ৬৫ বত্সরের নীচে বয়সের ব্যক্তিরা যাদের কোন বিশেষ অসুখ, যেমন ক্যন্সারে ভুগছেন এবং তার চিকিত্সার ফলে বা স্টেরোয়েড নেওয়ার ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদেরও এই ইনজেকশন দেওয়া হয়ে থাকে। গ্রীষ্মকাল বা সামারের শেষের দিকে অথবা শরত্কাল বা অটামের প্রথম দিকে এই ইনজেকশন নেওয়ার জন্য আপনার স্থানীয় ডাক্তারখানা/জিপির সার্জারী আপনাকে ডাকবে।

৬৫ বত্সরের বেশী বয়স - বিনামূল্যে নিমোনিয়ার ইনজেকশন

যে সকল রোগ স্ট্রেপটোকোকাস নিমোনিয়াস নামক জীবানুর দ্বারা হয়ে থাকে, যেমন - নিমোনিয়া, সেপটিসেমিয়া এবং ব্যাকটরিয়াল ম্যনিনজাইটিস, এই ইনজেকশন সেই সকল রোগ থেকে রক্ষা করতে পারে। এই ইনজেকশনকে সাধারনভাবে বলা হয় নিমোনিয়া জ্যাব। এই ইনজেকশন ২০০৩ সাল থেকে ৮০ বত্সর বা তার থেকে বেশী বয়সের ব্যক্তিদের দেওয়া হত। ২০০৪ সাল থেকে সেটা ৭৫ বত্সের বয়সের বেশী বয়সের ব্যক্তিদের এবং ২০০৫ সাল থেকে সেটা ৬৫ বত্সর এবং তার বেশী বয়সের ব্যক্তিদের দেওয়া হচ্ছে। নিমোনিয়া জ্যাব প্রত্যেক বত্সর নেওয়ার প্রয়োজন হয় না। আপনি যদি এ সম্বন্ধে আরও জানতে চান তাহলে আপনার স্থানীয় ডাক্তারখানায়/জিপির সার্জারীতে বা এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) ডাইরেক্ট লাইনে/ NHS Direct ফোন করে এই বিশেষ তথ্যপত্রটি চান।

স্তনের ক্যন্সার বা অন্যান্য ক্যন্সারের জন্য অনুসন্ধান বা স্ক্রীনিং

এন এইচ এস এর (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) স্তনে ক্যনসার অনুসন্ধান বা স্ক্রীনিং কার্জক্রমের জন্য ৫০ থেকে ৭০ বত্সর পর্য্যন্ত বয়সের মহিলাদের আমন্ত্রন জানানো হয়। আপনার বয়স যদি ৭০ বত্সরের বেশী হয় তাহলে আপনাকে আর স্বাভাবিক ভাবে এই আমন্ত্রন আর জানানো হয় না, তবে প্রতি তিন বত্সরে এই অনুসন্ধান বা স্ক্রীনিং এর জন্য অনুরোধ করার আপনার অধিকার আছে। আপনার স্থানীয় পরীক্ষার কেন্দ্র, এবং/অথবা এই অনুসন্ধান বা স্ক্রীনিং কার্যক্রমের সম্বন্ধে আরও তথ্যের জন্য এন এইচ এস ডাইরেক্টে/NHS Direct ফোন করুন।

৫০ থেকে ৬৫ বত্সর পর্য্যন্ত বয়সের মহিলাদের প্রতি পাঁচ বত্সরে গর্ভাশয়ের সরু অংশের ক্যন্সার অনুসন্ধান বা স্ক্রীনিং এর জন্য আমন্ত্রন জানানো হয়

সরকার আশা করছেন যে ২০০৬ সালের এপ্রিল মাস থেকে, যে সকল মহিলা এবং পুরুষ যাদের ৬০ এর ঘরে বয়স, তাদের মলের নালীতে ক্যন্সারের অনুসন্ধান বা স্ক্রীনিং এর কার্যক্রম আস্তে আস্তে চালু করতে পারবেন।

ভাল স্বাস্থ্য নিয়ে বাঁচার কার্যক্রম

বয়স্ক ব্যক্তিরা যারা তাদের স্বাস্থ্য ভাল রাখতে এবং কর্মক্ষমতা ও নমনীয়তা বাড়াতে চান তাদের জন্য অনেকগুলি স্থানীয় অধিকর্ত্তা/local authority প্রাইমারি কেয়ার ট্রাস্ট (পিসিটি)/Primary Care Trust(PCT) সঙ্গে একত্র হয়ে স্থানীয় অবসর কেন্দ্র/লেজার সেন্টারে নানারকমের ব্যয়ামের কর্মসূচীর ব্যবস্থা করেছেন। এই সংস্থাগুলিতে প্রত্যের ব্যক্তিদের নিজস্ব শারীরিক ক্ষমতা অনুযায়ী ব্যয়ামের কর্মসূচীর ব্যবস্থা আছে এবং যাদের পক্ষে বেশীক্ষন দাঁড়িয়ে থাকা কঠিন তাদের জন্য চেয়ারে বসেও ব্যয়ামের কর্মসূচীর ব্যবস্থা আছে। এই কর্মসূচীর জন্য আপনাকে হয়ত মূল্য দিতে হতে পারে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলি, যেমন - এইজ কনসার্নও হয়ত এই ধরনের কর্মসূচী ব্যবস্থা করে থাকে।

আরও তথ্যগুলি

সাহায্যকারী সংস্থাগুলি

ব্রিটিশ রেড ক্রস/British Red Cross, ৯ গ্রভনার ক্রেসেন্ট, লন্ডন এস ডব্লু ১এক্স ৭ই জে/ 9 Grosvenor Crescent, London SW1X 7EJ, টেলিফোন ০২০ ৭২৩৫ ৫৪৫৪, ওয়েবসাইট: www.redcross.org.uk. ব্রিটিশ রেড ক্রস নানারকমের সামাজিক সেবা প্রদান করে থাকে। এই সেবাগুলির ভিতর আছে সামাজিক যাতায়াতের পরিকল্পনা এবং অল্প সময়ের জন্য ধারে হুইল চেয়ার দেবার ব্যবস্থা। আপনার স্থানীয় রেড ক্রসের অফিসের যোগাযোগের নম্বরের জন্য উপরের টেলিফোন নম্বরে ফোন করুন অথবা তাদের ওয়েবসাইট দেখুন। ব্যক্তিগত ভাবে বা কোন দলের জন্য যে সকল সংস্থা সাহায্য করে থাকে, উপরের ওয়েবসাইটে বিভিন্ন সাহায্যকারী দলের তালিকা এবং সেই সব দল কি কি সেবা প্রদান করে থাকে তারও তালিকা পাওয়া যাবে।

কমিউনিটি ট্র্যান্সপোর্ট এসোসিয়েশন/Community Transport Association, হাইব্যাঙ্ক, হাটন স্ট্রীট,হাইড, চেশায়ার এস কে ১৪ ২এন ওয়াই/Highband,Hatton Street, Hyde Cheshire SK14 2NY, অফিসের টেলিফোন: ০৮৭০ ৭৭৪ ৩৫৮৬ (জাতীয় টেলিফোনের মূল্যে ফোন করা যাবে), এডভাইস সার্ভিসের টেলিফোন নম্বর: ০৮৪৫ ১৩০ ৬১৯৫ (স্থানীয় টেলিফোনের মূল্যে ফোন করা যাবে), ওয়েবসাইট: www.communitytransport.com. আপনার এলাকার কমিউনিটি ট্রান্সপোর্টের কোন ব্যবস্থা আছে কি না, কমিউনিটি ট্রান্সপোর্ট এ়সোসিয়েশন আপনাকে সেটা বলতে পারবে এবং তাদের সঙ্গে যোগাযোগ করার টেলিফোন নম্বরও দিতে পারবে। তবে, প্রত্যেক স্থানীয় পরিকল্পনার বিস্তারিত খবর তারা দিতে পারবে না।

রয়াল ন্যাশনাল ইনস্টিটিউট অফ দি ব্লাইন্ড (আর এন আই বি)/Royal National Institure of the Blind (RNIB), কাস্টমার সার্ভিসেস, পি ও বক্স ১৭৩, পিটারব্যরো পি ই২ ৬ডব্লু এস/Customer Services PO Box 173, peterborough PE2 6WS. সাহায্যের টেলিফোন লাইন ০৮৪৫ ৭৬৬ ৯৯ ৯৯ (স্থানীয় টেলিফোনের মূল্যে ফোন করা যাবে) টাইপ করে কথা বলার বা টাইপটকের টেলিফোন নম্বর ১৮০০১ ০৮৪৫ ৭৬৬ ৯৯ ৯৯, ওয়েবসাইট: www.rnib.org.uk. যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য আর এন আই বি অনেক উপকারী তথ্য সরবরাহ করে থাকেন। তাদের সাহায্যের লাইন, তারা যে সকল সেবা ব্যবস্থা প্রদান করে থাকেন এবং তাদের যে সকল প্রচারমূলক ব্যবস্থা আছে, সেইগুলি সম্বন্ধে উপদেশ দিতে পারেন।

রয়াল ন্যাশনাল ইন্সটিটিউট ফর ডেফ পিপল(আর এন আই ডি)/Royal National Institute for Deaf People (RNID), ১৯ - ২৩ ফ্যদারস্টোন স্ট্রীট, লন্ডন ই সি১ওয়াই ৮এস এল/19 -23 Featherstone Street, London EC1Y 8SL, সাহায্যের লাইনের টেলিফোনের নম্বর ০৮০৮ ৮০৮ ০১২৩ (বিনামূল্যে ফোন করা যাবে), ট্যাক্সটফোন ০৮০৮ ৮০৮ ৯০০০ (বিনামূল্যে)। এ ছাড়াও আছে টিনিটাস (কানের ভিতর সবসময় শব্দ হওয়া) সাহায্যের লাইন ০৮০৮ ৮০৮ ৬৬৬৬ (বিনামূল্যে); ট্যাক্সটফোন ০৮০৮ ৮০৮ ০০০৭ (বিনামূল্যে), ওয়েবসাইট: www.mid.org.uk. এই ওয়েবসাইটে যে সকল ব্যক্তিদের কানে শোনার সমস্যা আছে তাদের জন্য এবং এন এইচ এস এর (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) কানের যন্ত্র এবং পরিকল্পনার ব্যপারে অনেক তথ্য পাওয়া যায়। যারা প্রাইভেটে কানের যন্ত্র কিনবার কথা ভাবছেন, তাদের জন্যও এই ওয়েবসাইট তথ্য সরবরাহ করে থাকে।

স্বাস্থ্যের ব্যপারে পেশাদারী ব্যক্তিদের সংঙ্ঘ

হেল্থ প্রফেশনাল কাউন্সিল (এইচ পি সি)/Health Professional Councl (HPC), পার্ক হাউস, ১৮৪ কেনিংটন পার্ক রোড, লন্ডন এস ই১১ ৪বি ইউ/Park House, 184 Kinnington Park Road, London SE11 4BU, টেলিফোন ০২০ ৭৫৮২ ০৮৬৬, ওয়েবসাইট: www.hpc-uk.org. এইচ পি সি হচ্ছে সারা ইউ কের জন্য নূতন এবং স্বাধীন নিয়ন্ত্রনকারী সংস্থা। এই সংস্থা ১২ ধরনের স্বাস্থ্যের সেবাপ্রদানকারী কর্মিদের নিয়ন্ত্রন করে। এই ভিতর আছেন চিরোপডিস্ট বা পডিয়াট্রিস্ট (পায়ের কড়া, আঁচিল ইত্যাদির চিকিত্সক), ডায়টিশিয়ান (যে ব্যক্তি খাদ্য নির্ব্বাচন করেন), অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট এবং স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপীস্ট (কথা বলতে সাহায্য করার ব্যক্তি) ইত্যাদি। আপনি যদি উপরোক্ত কোন একজন চিকিত্সকের সঙ্গে গোপনে বা প্রাইভেটে কথাবার্ত্তা বলতে চান তাহলে সেই ব্যক্তি তালিকাভূক্ত/রেজিস্টার্ড কি না, এইচ পি সি সেটা আপনাকে বলতে পারবে। তালিকাভূক্তির/রেজিস্ট্রেশনের সব তথ্য তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।

চার্টার্ড সোসাইটি অফ ফিজিওথেরাপি/Chartered Society of Physiotherapy, ১৪ বেডফোর্ড রো, লন্ডন ডব্লু সি১আর ৪ই ডি/14 Bedfor Row, London WC1R 4ED, টেলিফোন নম্বর ০২০ ৭৩০৬ ৬৬৬৬, ওয়েবসাইট: www.csp.org.uk, ওয়েবসাইটের physio2u অংশে আপনি আপনার এলাকার প্রাইভেটে তালিকাভূক্ত ফিজিওথেরাপিস্টদের বা শারীরিক চিকিত্সকদের খবর পাবেন, বিশেষতঃ ব্যথা বেদনা কি ভাবে কমানো যাবে, এবং অর্থপেডিক বা শল্যচিকিত্সকদের খবরাখবরও পাবেন। যে সকল শারীরিক চিকিত্সা ফিজিওথেরাপিস্টরা বা শারীরিক চিকিত্সকরা করতে পারেন সেগুলির তালিকাও এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

সোসাইটি ফর চিরোপডিস্ট এন্ড পডিয়াট্রিস্ট/Society for Chiropodist and Podiatrists, ১ ফেলমঙ্গারস পাথ, টাওয়ার ব্রিজ রোড, লন্ডন এস ই১ ৩এল ওয়াই/1Felmonger’s Path, Tower Bridge Road, London SE1 3LY, টেলিফোন: ০২০ ৭২৩৪ ৮৬২০, ওয়েবসাইট: www.scpod.org.uk. এই সোসাইটি পায়ের যত্ন নেওয়া সম্বন্ধে তথ্য প্রকাশ করেন। তাদের ওয়েবসাইট www.feetforlife. org.তে সাধারন পায়ের রোগগুলি এবং কি ভাবে আপনার পা ভাল রাখবেন সে সম্বন্ধে তথ্য পাওয়া যায়। আপনি এই ওয়েবসাইটে স্থানীয় তালিকাভুক্ত পায়ের চিকিত্সকও খুজে পাবেন।

ওয়েবসাইটগুলি

www.nhsdirect.nhs.uk

এটা হচ্ছে স্বাস্থ্য সম্বন্ধে উপদেশ এবং তথ্যের প্রধান ওয়েবসাইট।

www.nhs.uk

এটা আপনাকে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাগুলি খুজে বের করতে সাহায্য করে, হাসপাতালের কার্যকরীতা এবং আপনার স্থানীয় হাসপাতালের ট্রাস্টের মূল্যায়নের সম্বন্ধে খবর দিতে পারে। এন এইচ এস (ন্যাশনাল হেল্থ সার্ভিস) সম্বন্ধে সংক্ষিপ্ত ইতিহাস এবং বর্ত্তমানে এর কাঠামোর যে সকল পরিবর্ত্তন হয়েছে, সে সম্বন্ধে খবর পাওয়া যায়।

www.dh.gov.uk/PolicyAndGuidance/HealthAndSocialCareTopics/OlderPeoplesServices/fs/en

এই ওয়েবসাইট হচ্ছে বয়স্ক ব্যক্তিদের জন্য ন্যাশনাল সার্ভিস ফ্রেমওয়ার্ক (এন এস এফ) ওয়েবসাইট।

www.healthcarecommission.org.uk/Homepage/fs/en

হেল্থকেয়ার কমিশনের ওয়েবসাইট, ইংল্যান্ডে স্বাস্থ্যের মানের উন্নতির জন্য তাদের যে দায়িত্ব রয়েছে, সেটার ব্যখ্যা করে। পুনর্বিবেচনা করার পর যে সকল রিপোর্ট লেখা হয় সেগুলি, রুগীদের সমীক্ষা এবং ইংল্যান্ডে এন এইচ এসের (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) সংস্থাগুলির মানের জন্য যে তারকা চিহ্ন দেওয়া হয় সেগুলি সম্বন্ধেও খবরাখবর এই ওয়েবসাইটে পাওয়া যায়। এই কমিশনের ঠিকানা হল ফিন্সবুরি টাওয়ার, ১০৩ - ১০৫ বানহিল রো, লন্ডন ই সি১ওয়াই ৮টি জি/Finsbury Tower, 103 - 105 Bunhill Row, London EC1Y 8TG,টেলিফোন ০২০ ৭৪৪৮ ৯২০০।

নোট: তাদের আইনসম্নত নাম হল কমিশন ফর হেল্থকেয়ার অডিট এন্ড ইন্সপেকশন (সি এইচ এ আই)

www.nice.org.uk/

এন এইচ এসের (ন্যাশনাল হেল্থ সার্ভিসের) রুগীদের চিকিত্সার এবং যত্ন নেওয়ার জাতীয় নির্দেশিকা প্রকাশ করার জন্য ন্যাশনাল ইন্সিটিউট ফর ক্লিনিকেল এক্সেলেন্স (এন আই সি ই) কি ভাবে কাজ করে’ তাদের ওয়েবসাইট সেটা বর্ননা করে। ১৯৯৯ সালে যখন ন্যাশনাল ইন্সিটিউট ফর ক্লিনিকেল এক্সেলেন্স (এন আই সি ই) স্থাপিত হয়েছে এবং সেই সময় থেকে তাদের লিখিত সব রিপোর্ট এই ওয়েবসাইটে পাওয়া যায়।

www.ombudsman.org.uk

হেল্থ সার্ভিস ওমবুডসম্যন সার্ভিসের ওয়েবসাইট মিলব্যাঙ্ক টাওয়ারে অবস্থিত। ঠিকানা: মিলব্যাঙ্ক টাওয়ার, মিলব্যাঙ্ক, লন্ডন এস ডব্লু ১পি ৪কিউ পি। টেলিফোন ০২০ ৭২১৭ ৪০৫১

This document was provided by Age Concern, April 2005. www.ageconcern.org.uk

Document Links

www.ageconcern.org.uk
The Age concern web site
http://www.ageconcern.org.uk
www.multikulti.org.uk