Skip Navigation | Accessibility

information, advice, guidance and learning materials in community languages

বর্নবিদ্বেষী এবং ধর্মবিদ্বেষী উদ্দেশ্যমূলক আক্রমনগুলি
Racially and religiously motivated attacks

এই তথ্যগুলি ইংল্যান্ড এবং ওয়েলসে প্রযোজ্য।

বর্নবিদ্বেষী এবং ধর্মবিদ্বেষী উদ্দেশ্যমূলক আক্রমনগুলি

বর্নবিদ্বেষী উদ্দেশ্যমূলক আক্রমনগুলি এবং ধর্মবিদ্বেষী উদ্দেশ্যমূলক আক্রমনগুলি হচ্ছে, সেই ধরনের আক্রমন, যেগুলি কোন ব্যক্তি, বিশেষ কোন বর্নের, জাতীয় গোষ্টির অন্তর্ভূক্ত, বা তাদের ধর্ম অথবা তারা কোন ধর্মে বিশ্বাস করেন না বলে তাদের উপর যে অত্যাচার করা হয় সেগুলি। এর ভিতরে নিম্নলিখিতগুলি অন্তর্ভূক্ত:-

  • কোন ব্যক্তি বা পরিবারের উপর অন্য কোন ব্যক্তি বা দলের শারীরিক আক্রমন
  • কোন ব্যক্তি বা পরিবারের বাড়ী বা সম্পত্তির উপরে আক্রমন, যেমন জানালা ভাঙ্গা, লেটার বক্সের ভিতর দিয়ে কোন জিনিষ ছুড়ে মারা অথবা গাড়ীতে আগুন লাগিয়ে দেওয়া।
  • গালাগালি করা অথবা ভয় দেখানো
  • লিখিত দুর্ব্যবহার, যেমন একটি চিঠি, মুদ্রিত কাগজ/লিফলেট, ই-মেইল অথবা টেলিফোন টেক্স মেসেজ
  • দেয়ালে অথবা বাড়ীর অন্য কোন স্থানে খারাপ ভাষায় লেখা বা ছবি আঁকা।

বর্নবাদী এবং ধর্মীয় অপরাধগুলি

যদি আপনার বর্ন বা ধর্মের জন্য আপনার উপর আক্রমন অথবা দুর্ব্যবহার করা হয়, তাহলে যে ব্যক্তি আপনার উপর দুর্ব্যবহার করেছেন, তিনি হয়ত অপরাধমূলক কাজ করেছেন।

এছাড়াও, যদি কোন ব্যক্তি অন্যান্যদের কোন বিশেষ জাতীয় গোষ্ঠির, ব্যক্তিদের প্রতি ঘৃনামূলক ব্যবহার করতে উত্তেজিত করে, যেমন- অপমানজনক মুদ্রিত কাগজ/লিফলেট, ছাপানো তার বিরুদ্ধে কোর্টে কেস করা যেতে পারে। কোন বিশেষ ধর্মবিশ্বাসী ব্যক্তিদের প্রতি ঘৃনা জাগানোর বিরুদ্ধে কোন আইন নেই।

বর্ন বিদ্বেষী এবং ধর্ম বিদ্বেষী উদ্দেশ্যমূলক আক্রমন এবং অন্যান্য ঘটনাগুলি সম্বন্ধে আইনগুলি জঠিল। আপনার ক্ষেত্রে যদি এরকম ঘটে থাকে তাহলে আপনার উপদেশ নেওয়া উচিত, যেমন-সিটিজান এ়ডভাইস ব্যুরো থেকে।

উত্যক্ত মূলক বর্ন বিদ্বেষী এবং ধর্ম বিদ্বেষী অপরাধমূলক ব্যবহার

যদি বর্ন বিদ্বেষী অথবা ধর্ম বিদ্বেষী উত্যক্তমূলক ব্যবহারগুলি অপরাধমূলক হয়, তাহলে আদালত এই ব্যবহারগুলিকে, যে ব্যবহারগুলি বর্ন বিদ্বেষী অথবা ধর্ম বিদ্বেষী উত্যক্তমূলক ব্যবহার নয়, তার থেকে আরও বেশী কঠিন শাস্তি দিতে পারে। অপরাধ যেগুলি, বর্ন বিদ্বেষী অথবা ধর্ম বিদ্বেষী উত্যক্তমূলক হতে পারে তার কতকগুলি উদাহরণ নীচে দেওয়া হলো:-

  • অপরাধমূলক ক্ষতি
  • শারীরিক আঘাত
  • হাঙ্গামাকারী ব্যবহার
  • হয়রানি করা

যদি কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধমূলক ব্যবহার করবার সময়, অপরাধী যদি মনে করে, যে সেই ব্যক্তি, কোন বিশেষ জাতীয় গোষ্ঠির অথবা ধর্মীয় গোষ্ঠির অন্তর্ভুক্ত (অথবা অন্তর্ভুক্ত হতে পারে) অথবা, এই অপরাধমূলক কাজ বিশেষ কোন জাতীয় গোষ্ঠি অথবা ধর্মীয় গোষ্ঠির প্রতি শত্রুতাপূর্ন হয়, তাহলে এই অপরাধ বর্নবিদ্বেষী অথবা ধর্মবিদ্বেষী বলে ধরা হবে।

সেই এলাকায় আগে হয়ত এই ধরনের উদ্দেশ্যমূলক আক্রমন করা হয়েছে এবং এর ফলে এটা ধরে নেওয়া যেতে পারে যে এই আক্রমন বর্নবিদ্বেষী এবং ধর্মবিদ্বেষী মনোভাবাপন্ন। সেই এলাকায় হয়ত কোন স্থানীয় সংস্থা, যেমন- একটি সামাজিক দল অথবা সিটিজান এ়ডভাইস ব্যুরো, যারা বলতে পারবে যে সেই এলাকায় এই ধরনের আক্রমন আগেও হয়েছে। স্থানীয় রেশিয়াল ইক্যুয়ালিটি কাউন্সিলের কাছেও এই সম্বন্ধে খবরা খবর থাকতে পারে। স্থানীয় এলাকায় এই ধরনের আক্রমনের ইতিহাস, পুলিশের কাছে এটাই প্রমান করবে যে এই আক্রমন বর্নবিদ্বেষী অথবা ধর্মবিদ্বেষী উদ্দেশ্যমূলক।

বর্নবিদ্বেষী এবং ধর্মবিদ্বেষী উদ্দেশ্যমূলক আক্রমনের সমঝোতা করা

আপনি যদি কোন আক্রমনের শিকার হয়ে থাকেন, তাহলে এই ব্যাপারে যখন পুলিশকে জানাবেন, তখন যদি নিম্নলিখিত তথ্যগুলি দিতে পারেন, তাহলে সেটা সাহায্যকারী হবে।

  • আপনার উপরে কিভাবে আক্রমন করা হয়েছে
  • আপনি যদি আক্রমনকারী/দের পরিচয় এবং তারা কোথায় থাকে জানেন, অন্যথায় আপনার আক্রমনকারী দেখতে কি রকম এবং /অথবা-তারা কি ধরনের জামাকাপড় পরেছিল।
  • যদি আক্রমনকারী কোন কিছু বলে থাকে, বিশেষত: আপনার জাতিত্ব অথবা ধর্ম সম্বন্ধে
  • আর অন্য কোন কারনে আপনি মনে করেন যে এই আক্রমন বর্নবিদ্বেষী অথবা ধর্মবিদ্বেষী উদ্দেশ্যমূলক
  • এর আগে যদি আপনাকে কখনও আক্রমন করা হয়ে থাকে, কখন এবং আক্রমনকারী কে ছিল
  • সেই আক্রমন কোনখানে ঘটেছিল।
  • কবে সেই আক্রমন করা হয়েছিল (দিনে অথবা রাত্রে তারিখ এবং সময়)
  • কি ধরনের আঘাত করা হয়েছিল। ডাক্তারী পরীক্ষার প্রমানগুলি সাহায্য কারী হতে পারে।
  • যদি অন্য কোন ব্যক্তিকে আক্রমন করা হয়ে থাকে
  • যদি কোন সাক্ষী থাকেন, তাদের নাম এবং ঠিকানা।

যদি পুলিশের সঙ্গে যোগাযোগ করবার জন্য আপনি সাহায্য এবং সহায়তা চান, তাহলে আপনি সিটিজান এ়ডভাইস ব্যুরোতে যেতে পারেন। যদি একজন বা একাধিক পুলিশ আপনাকে আক্রমন করে থাকে তাহলে সর্বদাই আপনার উপদেশ নেওয়া উচিত।

পুলিশের কাছে আক্রমনের রিপোর্ট করা

সরকারের নিজস্ব নির্দেশিকায় একটি বর্নবিদ্বেষী আক্রমনকে বর্ননা করা হয়েছে যে, ‘---- যে ঘটনাকে নিপীড়িত ব্যক্তি বা অন্য কোন ব্যক্তি বর্নবিদ্বেষী আক্রমন বলে মনে করেন’। এর মানে হল যে হয় নিপীড়িত ব্যক্ত অথবা অন্য কোন ব্যক্তি, যেমন, একজন সাক্ষী অথবা একজন পুলিশ অফিসার, এই আক্রমনকে বর্নবিদ্বেষী আক্রমন বলে মনে করেন, তাহলে এই ঘটনা বলে পুলিশের রেকর্ড করা উচিত। এই বর্ননা বর্তমানে ধর্মবিদ্বেষী আক্রমনের ক্ষেত্রে খাটে না।

যখন আপনি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন, তখন আপনি পুলিশ স্টেশনে, আপনার বাড়ীতে অথবা অন্য কোন স্থান যেখানে দুই পক্ষই একমত হন, সেখানে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য অনুরোধ করতে পারেন। সাধারনতঃ এই উপদেশ দেওয়া হয়ে থাকে যে ইন্টারভিউয়ে আপনার সঙ্গে অন্য কেউ থাকবার জন্য, যেমন- এই ধরনের কাজে অভিজ্ঞ একজন উকিল/সলিসিটর, সিটিজান এ়ডভাইস ব্যুরো থেকে একজন উপদেশদাতা, অথবা একজন বন্ধু।

আপনার যদি ইংলিশ/ইংরেজী বলতে অথবা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনার সঙ্গে একজন দোভাষী বা ইন্টারপ্রেটার থাকলে আপনার পক্ষে সুবিধা হবে। একজন ইন্টারপ্রেটারের জন্য আপনি পুলিশের কাছে একজন বন্ধু বা আত্মীয়কে অনুরোধ করতে পারেন অথবা কোন স্থানীয় সংস্থা, যেমন সিটিজান এডভাইস ব্যুরোর কাছে অনুরোধ করতে পারেন। যদি পুলিশ দোভাষী/ইন্টারপ্রেটারের ব্যবস্থা করতে অস্বীকার করে, তাহলে আপনি দোভাষী/ইন্টারপ্রেটার এবং অনুবাদক/ট্রান্সলেটারদের সম্বন্ধে তাদের কি নীতি সেটা দেখতে চাইতে পারেন এবং হয়ত তাদের বিরুদ্ধে অভিযোগ করবার কথাও বিবেচনা করতে পারেন।

পুলিশ যদি এই ব্যাপারে কিছু না করে তাহলে কি করতে হবে

আপনি এই আক্রমনের ব্যাপারে পুলিশকে জানানোর পর, তারা এই ব্যাপারে তদন্ত করবে কি না, সেটা ঠিক করবে। যদি পুলিশ ঠিক করে যে তারা এই আক্রমনের ব্যাপারে তদন্ত করবে না, তাদের এই সিদ্ধান্ত যত তাড়াতাড়ি সম্ভব, সর্বমোট পাচঁ দিনের মধ্যে আপনাকে জানানো উচিত।

যদি পুলিশ এ আক্রমনের ব্যাপারে তদন্ত করবে বলে সিদ্ধান্ত নেয়, তাহলে এই ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে, সে ব্যাপারে আপনাকে অবশ্যই ওয়াকিবহাল রাখতে হবে। যেমন:-যদি তারা কাউকে গ্রেপ্তার করে, মুক্তি দেয় অথবা প্রেপ্তার করে জামিনে মুক্তি দেয়, তাদের সেটা আপনাকে জানানো উচিত। যখন পুলিশ তাদের তদন্ত শেষ করবে, তখন তারা কোন ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে মামলা আনবে কি আনবে না সেটা ঠিক করবে।

আপনার যদি মনে হয় যে পুলিশ আপনার এই আক্রমনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, তাহলে আপনি হয়ত তাদের বিরুদ্ধে নালিশ করবার কথা বিবেচনা করতে পারেন।

“আপনার জাতি, লিঙ্গ অথবা বিকলাঙ্গতার জন্য পুলিশ যদি আপনার প্রতি বৈষম্যমূলক ব্যবহার করে, তাহলে সেটা বে-আইনি হবে”। আপনার যদি মনে হয় যে পুলিশ আপনার প্রতি বিভেদমূলক ব্যবহার করছে এবং সেই কারনে আপনার অভিযোগের গুরুত্ব দিচ্ছে না, তাহলে এই ব্যাপারে কি করতে পারেন, তার জন্য উপদেশ নিন”।

আপনাকে আপনার বাড়ীতে বা বাড়ীর কাছাকাছি আক্রমন করা হয়েছে

যদি আপনাকে আপনার বাড়ীতে অথবা বাড়ীর কাছাকাছি আক্রমন করা হয়ে থাকে, তাহলে স্থানীয় কর্ত্তৃপক্ষ হয়ত এই ব্যাপারে কিছু করতে পারে।

আপনার জাতি, লিঙ্গ অথবা বিকলাঙ্গতার জন্য স্থানীয় কর্তৃপক্ষ যদি আপনার প্রতি বৈষম্যমূলক ব্যবহার করে, তাহলে সেটা বে-আইনি হবে”। আপনার যদি মনে হয় যে তারা আপনার প্রতি বিভেদমূলক ব্যবহার করছেন এবং সেই কারনে আপনার অভিযোগের গুরুত্ব দিচ্ছে না, তাহলে এই ব্যাপারে কি করতে পারেন, তার জন্য উপদেশ নিন।

স্কুলে আক্রমন করা

স্কুলে অথবা স্কুলের কাছাকাছি একটি বাচ্চার উপর আক্রমন করা হতে পারে। যদি এরকম হয়ে থাকে, তাহলে স্কুলের এই ধরনের ঘটনাগুলির সমঝোতা করবার জন্য বিধিবদ্ধ পদ্ধতি থাকা উচিত, এবং তাদের পুলিশ এবং স্থানীয় শিক্ষা অধিকর্তার সঙ্গে সহযোগীতা করা উচিত।

আপনার জাতি, লিঙ্গ অথবা বিকলাঙ্গতার জন্য স্থানীয় কর্তৃপক্ষ যদি আপনার প্রতি বৈষম্যমূলক ব্যবহার করে, তাহলে সেটা বে-আইনি হবে”। আপনার যদি মনে হয় যে তারা আপনার প্রতি বিভেদমূলক ব্যবহার করছেন এবং সেই কারনে আপনার অভিযোগের গুরুত্ব দিচ্ছে না, তাহলে এই ব্যাপারে কি করতে পারেন, তার জন্য উপদেশ নিন।

আরও সাহায্য

আপনি যদি কোন আক্রমনের শিকার হয়ে থাকেন, তাহলে আপনার সর্বদাই উপদেশ নেওয়া উচিত। আপনি সিটিজান এ়ডভাইস ব্যুরো থেকে এই উপদেশ পেতে পারেন। তবে, আপনি স্থানীয় রেশিয়াল ইক্যুয়ালিটি কাউন্সিল (REC)স্থানীয় ভিকটিম সাপোর্ট স্কীম অথবা অন্য কোন স্থানীয় সংস্থা থেকেও উপদেশ পেতে পারেন।

এ ছাড়াও আপনি মনিটরিং গ্রুপ ইমার্জেন্সি হেল্প লাইনের সঙ্গে বিনা পয়সায় ফোনে যোগাযোগ করতে পারেন। এই হেল্পলাইন যে সকল ব্যক্তিরা বর্নবিদ্বেষী আক্রমন এবং দুর্ব্যবহারের শিকার হয়েছেন, তাদের উপদেশ দিয়ে থাকে। এই ফোন লাইন ২৪ ঘন্টা খোলা থাকে, এবং এখানকার কর্মীরা কালো এবং অন্যান্য সংখ্যালঘু দলের থেকে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে থাকেন। তারা, যখন কোন ব্যক্তি ফোন করেন, তখন তার সঙ্গে যাতে তার ভাষায় কথা বলতে পারেন, সেটা নিশ্চিত করেন। এই হেল্পলাইনের নম্বর হল ০৮০০ ৩৭৪ ৬১৮। এ ছাড়াও ‘মুসলিম লাইন’ নামে, মুসলমানদের সাহায্য করবার জন্য হোম অফিসের একটি সাহায্যের লাইন আছে। যদি আপনার ধর্মীয় বিশ্বাসের কারনে আপনার উপরে দুর্ব্যবহার করা হয়ে থাকে, তাহলে তারা আপনাকে উপদেশ দিতে পারে। মুসলিম লাইনের টেলিফোন নম্বর হল ০২০৮ ৮৪০৪ ৮৪০ এবং এই নম্বরগুলি প্রত্যেক সোমবার থেকে শুক্রবার সকাল ৯.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

আপনি যদি আপনার বর্ন এবং ধর্মের জন্য, আপনার প্রতি উদ্দেশ্যমূলকভাবে আক্রমনের ফলে, আপনি ব্যক্তিগত আঘাত ভোগ করে থাকেন, তাহলে আপনার হয়ত ক্রিমিনাল ইনজুরিস কমপেনশেসন স্কীমের দ্বারা ক্ষতিপূরন পাওয়ার যোগ্যতা থাকতে পারে।

This document was provided by Citizen Advice from their website, www.adviceguide.org.uk.