Skip Navigation | Accessibility

information, advice, guidance and learning materials in community languages

যে সকল বাচ্চাদের পোষ্য নেওয়া হয়েছে
Adopted Children

যে সকল বাচ্চাদের পোষ্য নেওয়া হয়ছে, তারা যখন তাদের পিতামাতাদের অথবা একজন পিতা বা মাতা, যারা/যিনি ইউ কেতে স্থায়ী ভাবে বসবাস করছেন তাদের সঙ্গে যোগদান করতে আসেন, সেই সম্বন্ধে ইমিগ্রেশন আইনে কি বলা হয়েছে, এই তথ্যপত্রে সেগুলি বর্ননা করা হয়েছে।

আমার পোষ্য বাচ্চাকে ইউনাইটেড কিংডমে আনবার জন্য আমি কিভাবে যোগ্যতা অর্জন করব?

আপনাকে অবশ্যই নিম্নলিখিতগুলি বিষয়গুলি প্রমান করতে হবে:

  • আপনি বর্তমানে আইনত: ইউনাইটেড কিংডমে বসবাস করছেন এবং এই দেশে থাকবার জন্য কোন সময়সীমা নেই, এবং
  • জনসাধারনের অর্থভান্ডারে/পাবলিক ফান্ডগুলির সাহায্য ছাড়াই আপনি আপনার সন্তানকে যথাযথভাবে দেখাশোনা করতে পারবেন এবং তার থাকবার জন্য আপনার বাড়ীতে জায়গা আছে।

কি ভাবে আমার পোষ্য সন্তান ইউনাইটেড কিংডমে আমার সঙ্গে এসে থাকবার জন্য যোগ্যতা অর্জন করবে?

আপনাকে অথবা আপনার সন্তানকে নিম্নলিখিতগুলি বিষয়গুলি অবশ্যই দেখাতে হবে যে সে:

  • স্বাধীনভাবে জীবনযাত্রা নির্বাহ করছে না; সে বিবাহিত নয় এবং তার এখনও কোন নিজস্ব পরিবার হয়নি।
  • ১৮ বত্সরের কম বয়স
  • যখন তাকে পোষ্য নেওয়া হয়েছিল তখন পিতামাতা দুজনেই একসঙ্গে বিদেশে বসবাস করতেন অথবা, পিতা বা মাতা একজন ইউনাইটেড কিংডমে স্থায়ীভাবে বসবাস করতেন
  • অন্য যে কোন বাচ্চাকে পোষ্য নেওয়া হয়েছে তার মত, অথবা যে সকল পিতামাতারা পোষ্য নিয়েছেন তাদের মত সমান অধিকার আছে।
  • তার নিজের পিতামাতা যত্ন নিতে পারেন নি এবং সত্য সত্যই পিতৃত্তের এবং মাতৃত্তের দায়িত্ব, যে পিতামাতা পোষ্য নিয়েছেন তাদের উপরে অর্পিত হয়েছে।
  • তাদের যে পরিবারে জন্ম হয়েছে সেই আদি পরিবারের সঙ্গে, তাদের কোন রকম যোগাযোগ নেই।
  • ইউনাইটেড কিংডমে সহজে প্রবেশ করবার জন্য পোষ্য নেওয়া হয়নি।

আপনার পোষ্য সন্তানকে ইউনাইটেড কিংডমে আসবার আগে অবশ্যই প্রবেশ করবার ছাড়পত্র/এন্ট্রি ক্লিয়ারেন্স নিতে হবে।

বিদেশী পোষ্য নেওয়ার আদেশ/ফরেন এডপশন অর্ডার কি ইউনাইটেড কিংডমে মেনে নেওয়া হবে?

বিদেশী পোষ্য নেওয়ার আদেশ/ফরেন এডপশন অর্ডার, ইউনাইটেড কিংডমে কেবলমাত্র মেনে নেওয়া হবে, যদি অন্য কোন দেশ ১৯৭৩ সালের পোষ্য নেওয়ার (ডেজিগনেশন অফ ওভারসিজ এডপশন) আদেশের অন্তর্ভুক্ত থাকে। এই দেশগুলিকে মনোনীত দেশ বলে আখ্যা দেওয়া হয়। যদি এই পোষ্য নেওয়ার আদেশ/এডপশন অর্ডার কোন মনোনীত দেশের না হয়, তাহলে সেই বাচ্চা এখানকার আদালতের মাধ্যমে এই দেশে এসে পোষ্য হবার জন্য আবেদন করতে পারে।

আমার পোষ্য সন্তান কতদিন পর্যন্ত থাকতে পারবে?

যদি আপনার সন্তানকে কোন মনোনীত দেশে পোষ্য নেওয়া হয় এবং, আপনার স্বামী অথবা স্ত্রী অথবা আপনারা দুজনেই এই দেশে স্থায়ীভাবে বসবাস করছেন, অথবা এই বাচ্চার দায়িত্ব সম্পূর্ন ভাবে আপনার উপরে রয়েছে, তাহলে সাধারনত: যেদিন থেকে সে এখানে এসে পৌঁছেছে সেদিন থেকেই তাকে স্থায়ীভাবে এখানে থাকবার অনুমতি দেওয়া হবে।

যদি আপনার সন্তানকে যে দেশ মনোনীত নয়, সেই দেশে পোষ্য নেওয়া হয়ে থাকে, তাহলে সাধারনত: তাকে এই দেশে ২৪ মাস থাকতে দেওয়া হবে, যাতে ইয়নাইটেড কিংডমের আদালতের মাধ্যমে এই পোষ্য নেওয়ার পদ্ধতি চালানো যেতে পারে।

আমার পোষ্য নেওয়া সন্তান কি স্বাভাবিকভাবেই ব্রিটিশ নাগরিক/সিটিজান হতে পারবে?

যদি আপনি ব্রিটেনের আদালতের মাধ্যমে আপনার সন্তানকে পোষ্য নিয়ে থাকেন এবং পিতা বা মাতার মধ্যে অন্তত একজন : পোষ্য নেওয়ার আদেশের সময়ে ব্রিটিশ নাগরিক/সিটিজান থাকেন তাহলেই আপনার সন্তান ব্রিটিশ নাগরিক/সিটিজান হতে পারবে।

জনসাধারনের অর্থভান্ডার/পাবলিক ফান্ডগুলি কি?

আপনি যদি ইউনাইটেড কিংডমে বসবাস করবার জন্য আসেন, তাহলে আপনাকে অবশ্যই নিজেদের থাকা খাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হবে। এর জন্য আপনি বিশেষ কতকগুলি সরকারী বেনিফিটের দাবী করতে পারবেন না। সেগুলি হল:

  • ইনকাম সাপোর্ট এবং জব সিকারস এ়লাউন্স (জে এস এ);
  • বাড়ী ঘর এবং গৃহহীন/হাউজিং এন্ড হোমলেস হওয়ার ব্যাপারে সাহায্য;
  • হাউজিং বেনিফিট এবং কাউন্সিল ট্যাক্স বেনিফিট;
  • ওয়ার্কিং ফ্যামিলিস ট্যাক্স ক্রেডিট;
  • সোশ্যাল ফান্ড থেকে কোন পয়সা পাওয়া;
  • চাইল্ড বেনিফিট অথবা
  • যে কোন ডিসেবিলিটি বেনিফিট

প্রবেশ করবার ছাড়পত্র/এন্ট্রি ক্লিয়ারেন্স কি?

প্রবেশ করবার ছাড়পত্র/এন্ট্রি ক্লিয়ারেন্স হচ্ছে একটি ভিসা অথবা এন্ট্রি ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে দেওয়া হয় যাতে আপনি ইউনাইটেড কিংডমে আসতে পারেন। আপনাকে অবশ্যই আপনার বাচ্চা যে দেশে থাকে, সেই দেশের ব্রিটিশ এ়ম্বেসি অথবা হাইকমিশনে প্রবেশ করবার ছাড়পত্র/এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে।

কোন কোন দেশের ব্রিটিশ দূতাবাস থেকে, প্রবেশ করবার ছাড়পত্র/এন্ট্রি ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে, সেই সম্বন্ধে খবরাখবর যে কোন ব্রিটিশ দূতাবাস থেকে পেতে পারেন।

কভেন্ট্রি ল সেন্টার বিনা পয়সায় আইনের উপদেশ দিতে এবং আপনার হয়ে এই ব্যাপারে প্রতিনিধিত্ব করতে পারে।

আবেদন/আপীল

আবেদন/আপীলের ব্যাপারে ল সেন্টার আপনাকে উপদেশ দিতে পারে এবং হয়ত শুনানীতে আপনার হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। আবেদন/আপীলের এপয়েন্টমেন্টের জন্য আপনি ল সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে আমাদের আইনের উপদেশের লাইনে/লিগাল আডভাইস লাইনে ০২৪ ৭৬২৫৩১৬৮ নম্বরে ফোন করুন।

কভেন্ট্রি ল সেন্টার

দি ব্রিজ

ব্রডগেট

কভেন্ট্রি সি ভি ১ ১ এন জি

যদিও এই লিফলেটের তথ্যগুলি সঠিক এবং আধুনিকিকরন করবার জন্য সবরকম চেষ্টা করা হয়েছে, তাহলেও এটাকে আইনের সম্পূর্ন এবং কর্তৃত্বপূর্ন বিবরন হিসাবে ধরা উচিত নয়, এবং এটা আইনের উপদেশ গঠন করে না - কোন ভুল এবং তার ফলাফলের জন্য আমরা দায়ী থাকবো না। এই তথ্যগুলি যে সকল ব্যক্তিরা এই দেশে থাকেন তাদের জন্য অথবা যাদের উপর ইউনাইটেড কিংডমের আইন বর্তায়, তাদের জন্য লেখা হয়েছে।

This document was provided by Coventry law Centre, www.covlaw.org.uk