Skip Navigation | Accessibility

information, advice, guidance and learning materials in community languages

অভিবাসন/ইমিগ্রেশনের ব্যপারে সাহায্য
Help with immigration problems

এই তথ্যপত্র হচ্ছে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দান আয়ারল্যান্ডের জন্য।

  • ইমিগ্রেশন/অভিবাসন নিয়ন্ত্রন
  • ইমিগ্রেশন অথবা জাতীয়তা/ন্যাশনালিটির ব্যপারে সমস্যাগুলি, যেগুলির জন্য আপনার উপদেশের প্রয়োজন হতে পারে
  • ইমিগ্রেশন উপদেশদাতাদের/এ়ডভাইসার
  • জাতীয় সংস্থা যেগুলি আপনাকে সাহায্য করতে পারে
  • এ়ডভাইসারদের রেজিস্ট্রেশন বা তালিকা
  • প্রাইভেট উকিল/সলিসিটরদের তালিকা
  • স্থানীয় সাহায্য

ইমিগ্রেশন নিয়ন্ত্রন

ইমিগ্রেশন/অভিবাসন নিয়ন্ত্রনের মানে হল কি ভাবে এবং কেন অন্যদেশের লোকেদের ইউ কে তে আসতে দেওয়া হয় এবং কতদিন তারা ইউ কে তে থাকতে পারেন। এর মানে হল এটাও যে ইউ কে তে থাকাকালীন সেই ব্যক্তিদের কি কি করবার জন্য অনুমতি দেওয়া হয়। যেমন, তারা এই দেশে চাকরী করতে, তাদের আত্মীয়রা পরে এই দেশে তাদের সঙ্গে যোগদান করতে পারেবেন কি না এবং তারা ন্যাশনাল হেল্থ সার্ভিসের সেবা ব্যবস্থার ব্যবহার করতে এবং বেনিফিটের জন্য দাবী করতে পারবেন কি না।।

ইমিগ্রেশন নিয়ন্ত্রনের নিয়মগুলি (যেগুলি হল আইন) জটিল এবং এই জটিলতার কারন হল এই আইনের কিছু কিছু অংশ ন্যাশনালিটির আইনের মত একই ধরনের /ওভারল্যাপ - তার মানে হল কোন্‌ ব্যক্তি বৃটিশ সিটিজান/নাগরিক, অথবা বৃটিশ সিটিজান/নাগরিক নন, সেই ব্যপারে এবং বিভিন্ন ধরনের বৃটিশ সিটিজানদের/নাগরিকদের অধিকার সম্বন্ধে।

ইউ কে তে ইমিগ্রেশন নিয়ন্ত্রনের ব্যবস্থার দ্বারা লোকেদের দুইটি প্রসস্থ দলে বা ভাগে ভাগ করা যায়: যাদের ইউ কে তে ‘রাইট অফ এবোড/বসবাস করবার অধিকার’ আছে এবং ইউ কে তে বসবাস করার, কাজ করার এবং যারা ইচ্ছামত দেশের বাইরে যাওয়া আসা করতে পারেন, এবং অন্যদল হল যাদের এই দেশে ঢুকবার এবং থাকবার জন্য অনুমতির প্রয়োজন হয়।

কিছু কিছু ব্যক্তিদের সহজে এই দুইটি দলে ভাগ করা যায় না, এবং কিছু কিছু ব্যক্তিরা, যদিও তাদের ‘রাইট অফ এবোড’ নেই, কিন্তু তাদের ‘লিভ টু এন্টার এবং রিমেইন/দেশে ঢুকবার এবং থাকবার’ জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এই দলের ব্যক্তিদের ইউরোপের দেশগুলির ভিতরে স্বাধীনভাবে যাতায়াতের অধিকার আছে।

যেখানে কোন ব্যক্তির ইউ কের ভিতরে ঢুকবার জন্য অনুমতির প্রয়োজন হয় না, সেখানে সেই সকল ব্যক্তিরা যাতে নানাভাবে ইউ কের ভিতরে ঢুকতে পারেন, ইমিগ্রেশন আইন নানাভাবে তার ব্যবস্থা করে। ইমিগ্রেশনের বিভিন্ন ভাগের কতকগুলি উদাহরন হল: ‘ভিজিটর (অতিথি)’, ‘স্পাউস (স্বামী বা স্ত্রী)’, ‘ও পেয়ার (বাচ্চাদের দেখাশোনা করবার জন্য আয়া)’ এবং ছাত্রছাত্রী। এই প্রত্যেক ভাগের নিয়ম ভিন্ন ভিন্ন এবং এই নিয়মগুলি অনুসারে তাদের এদেশে ঢুকবার এবং থাকবার অনুমতি পাওয়ার আগে তাদের এই নিয়মের সর্তগুলি পূরন করতে হবে। উদাহরন হল, ছাত্রছাত্রীদের দেখাতে হবে যে তারা এই দেশে এসে পুরা সময়ের জন্য পড়াশোনা করবে। এই নিয়ম অনুসারে বেশীরভাগ দলের ব্যক্তিদেরই এটা প্রমান করে দেখাতে হবে যে তারা সরকারী সাহায্যর উপর নির্ভর না করেই নিজেদের থাকা খাওয়ার খরচ চালাতে পারবেন।

একজন ব্যক্তিকে কতদিনের জন্য ইউ কে তে থাকার অনুমতি দেওয়া হবে, ইমিগ্রেশনের নীতিগুলি সেই সম্বন্ধে নির্দেশ দেয়। ‘লিভ টু রিমেইন/দেশে থাকবার’ অনুমতি দেওয়া হতে পারে ‘সীমিত’ বা ‘অনির্দ্দিষ্ট’ কালের জন্য। যে সকল ব্যক্তিরা ‘অস্থায়ী’ কারনে ইউ কে তে আসতে চান, তাদের এই ‘সীমিত’ সময়ের জন্য আসবার অনুমতি দেওয়া হয়ে থাকে। অন্যান্য ব্যক্তিরা যারা এদেশে থাকবার অনুমতি চাইছেন, তাদের হয়ত ‘অনির্দ্দিষ্ট’ কালের জন্য থাকবার অনুমতি দেওয়া হতে পারে এবং ভবিষ্যতে তাদের ব্রিটিশ সিটিজান হওয়ার জন্য আবেদন করার সুযোগ থাকতে পারে।

বেশীরভাগ ব্যক্তিদের, যেমন অথিতিরদের এই দেশে অস্থায়ীভাবে আসবার জন্য অনুমতি দেওয়া হয়, এখানে আসবার আগে তাদের এটা দেখাতে হবে, যে এই দেশে থাকবার প্রয়োজন শেষ হয়ে গেলে তারা এই দেশ ছেড়ে চলে যাবেন।

যে সকল ব্যক্তিদের ‘লিভ টু এন্টারের/দেশে ঢুকবার ’ প্রয়োজন আছে তাদের সাধারনত ‘এন্ট্রি ক্লিয়ারেন্স/প্রবেশাধিকার’ বা ঢুকবার অনুমতি নিতে হবে। এই অনুমতি নিতে হবে এই কারনে যে তাদের দেখাতে হবে যে ইমিগ্রেশনের নীতি অনুসারে তাদের এই দেশে ঢুকবার অনুমতি আছে। ইউ কে তে আসবার জন্য প্রত্যেক দলের ব্যক্তিদের যোগ্যতা আছে কি না সেটা দেখবার জন্য নানাধরনের নিয়ম আছে। কয়েকটি দল যেমন রেফিউজি এবং এ়সাইলাম সিকারদের এদেশে ঢুকবার জন্য কোন অনুমতির প্রয়োজন হয় না। তবে বেশীরভাগ দলেরই অনুমতির প্রয়োজন হয়।

এই তথ্যপত্রের বাকী অংশে ইমিগ্রেশনের ব্যপারে নানারকমের সমস্যার তালিকা পাবেন। কখনও আপনার এই সমস্যা বা সমস্যাগুলির ব্যপারে আপনার হয়ত উপদেশ/এ়ডভাইসের প্রয়োজন হতে পারে। এই সমস্যাগুলির সঙ্গে অনেকগুলি প্রতিষ্টানের তালিকাও পাবেন, যেগুলি আপনাকে সমস্যা সমাধানের ব্যপারে সাহায্য করতে পারে। আপনার এটা মনে রাখা প্রয়োজন যে ইমিগ্রেশন আইনগুলি ইউ কে তে খুবই কঠিনভাবে প্রয়োগ করা হয় এবং আপনি যদি এইগুলি ভুল বুঝে থাকেন, তাহলে এই দেশে আপনার যে অধিকারগুলি আছে সেইগুলির ফলাফল কঠিন হতে পারে। এইগুলির মধ্যে থাকতে পারে এই দেশ থেকে নির্বাসিত/ডিপোর্টেড হওয়ার আশঙ্কা। আপনি যদি আপনার নিজের অথবা পরিবার এবং বন্ধুবান্ধবদের পরিস্থিতি সম্বন্ধে নিশ্চিন্ত না হন, তাহলে আপনার একজন বিশষজ্ঞের কাছ থেকে উপদেশ নেওয়া অত্যাবশ্যক।

ইমিগ্রশনের সমস্যার ব্যপারে কি ভাবে সাহায্য পাবেন, সিটিজান এ়ডভাইস ব্যুরো (সিএবি) আপনাকে এ সম্বন্ধে তথ্য দিতে পারবে। আপনার সবচাইতে কাছের সিএবি কোথায় আছে এবং যে সিএবি গুলি থেকে আপনি ই-মেইলে উপদেশ পেতে পারবেন সেগুলি জানবার জন্য Nearest CAB ক্লিক করুন।

যে সমস্যাগুলির জন্য ইমিগ্রেশন বা ন্যাশনালিটির উপদেশের/এ়ডভাইসের প্রয়োজন হতে পারে

যে সমস্যাগুলির জন্য উপদেশ/এ়ডভাইসের প্রয়োজন হতে পারে সেগুলি হল:-

  • যতদিন ইউ কে তে থাকবেন বলে ঠিক করেছিলেন, তার থেকে বেশীদিন থাকবার অনুমতি চাইছেন
  • কোন কিছু করতে চাইছেন যেটা করবার অনুমতি বর্ত্তমানে আপনার নাই। উদাহরন হল চাকরী করার অনুমতি
  • আত্মীয় স্বজনকে এদেশে আনবার অনুমতি। উদাহরন হল স্বামী/স্ত্রী, বাগদত্ত/বাগদত্তা (ফিঁয়ান্সে), সন্তান
  • ইউ কে থেকে আপনাকে বহিষ্কার করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে
  • ইমিগ্রেশন কর্ত্তৃপক্ষ আপনাকে কোন ডিটেনশ্‌ন সেন্টারে আটকে রেখেছে
  • আপনি পাসপোর্ট করতে চাইছেন কিন্তু আপনার ব্রিটিশ পাসপোর্ট অথবা অন্য কোন পাসপোর্ট পাওয়ার যোগ্যতা আছে কি না
  • ব্রিটিশ সিটিজান হওয়ার জন্য আবেদন করা
  • আপনি যদি ইউ কে তে বসবাস করছেন, কিন্তু ইউ কের বাইরে ভ্রমন করতে চাইছেন (যেমন ছুটি কাটানো/হলিডে) কিন্তু ইউ কে তে আবার ঢুকতে পারবেন কি না
  • আপনার সরকারী সেবা ব্যবস্থাগুলি পাওয়ার যোগ্যতা আছে কি না অথবা বেনিফিটের জন্য দাবী করতে পারবেন কি না। উদাহরন হল শিক্ষা, চিকিত্সা, কাউন্সিলের বাসস্থান, সোসাল সিকিউরিটির বেনিফিটগুলি, হাউজিং বেনিফিট এবং কাউন্সিল ট্যাক্স বেনিফিট
  • ভোট দেওয়ার অধিকার
  • যখন আপনার কোন আত্মীয় বা বন্ধুকে বিমান বন্দরে অথবা সামুদ্রিক বন্দরে পৌছাবার পর দেশের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি।

ইমিগ্রেশন উপদেশদাতাদের/এ়ডভাইসরদের অফিস অফ ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনারের ( ) সঙ্গে নিবন্ধিত বা রেজিস্টার্ড হতে হবে, অথবা এমন কোন সংস্থার সঙ্গে কাজ করতে হবে যেগুলিকে নিবন্ধিত বা রেজিস্টার্ড হতে হয় না। যে কোন ব্যক্তি যিনি নিবন্ধিত বা রেজিস্টার্ড নন অথবা এমন কোন সংস্থার সঙ্গে কাজ করছেন না, যাদের নিবন্ধিত বা রেজিস্টার্ড হতে হয় না, তিনি যদি ইমিগ্রেশন সম্বন্ধে উপদেশ/এ়ডভাইস দিয়ে থাকেন তাহলে সেটা অপরাধমূলক কাজ হবে। প্রত্যেক নিবন্ধিত বা রেজিস্টার্ড ব্যক্তি অথবা যে সকল সংস্থা যাদের নিবন্ধিত বা রেজিস্টার্ড হতে হয় না তাদের জনসাধারনের দেখবার জন্য একটা সার্টিফিকেট রাখতে হয়, যাতে এটা বোঝা যায় যে তারা অফিস অফ ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনারের (OISC) মান অর্জন করেছেন। অফিস অফ ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনারের (OISC) ঠিকানা হল

৫ ফ্লোর

কাউন্টিং হাউস

৫৩ টুলি স্ট্রীট

লন্ডন এস ই১ ২কিউ এন

হেল্পলাইন ০৮৪৫ ০০০ ০০৪৬ (সাধারন খবরাখবর জানবার জন্য)

ওয়েবসাইট www.oisc.org.uik

নিবন্ধিত বা রেজিস্টার্ড সংস্থাগুলির এবং যে সকল সংস্থা যাদের নিবন্ধিত বা রেজিস্টার্ড হতে হয় না তাদের তালিকা অফিস অফ ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনারের (OISC) ওয়েবসাইটে পাওয়া যায়। কি ভাবে একজন ইমিগ্রেশন উপদেশদাতার/এ়ডভাইসের বিরুদ্ধে নালিশ করা যায় তার বিস্তারিত বিবরনও এই ওয়েবসাইটে পাওয়া যাবে। অফিস অফ ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনারের (OISC) কোন ইমিগ্রেশনের সমস্যার ব্যপারে উপদেশ বা সাহায্য করে না।

যে সকল জাতীয় সংস্থাগুলি সাহায্য করতে পারে

ইমিগ্রেশন এডভাইসরি সার্ভিস (IAS)

(হেড অফিস)

কাউন্টি হাউস

১৯০ গ্রেট ডোভার স্ট্রীট

লন্ডন এস ই১ ৪ওয়াই বি

টেলিফোন: ০২০ ৭৯৬৭ ১২০০

টেলিফোন: ০২০ ৭৩৭৮ ৯১৯১ (এমারজেন্সি লাইন - অফিস বন্ধথাকার সময়ে মেসেজ রাখা যাবে)

ওয়েবসাইট www.iasuk.org

ইমিগ্রেশন এ়ডভাইসরি সার্ভিস (IAS) অনেকগুলি স্থানীয় অফিসও আছে। তাদের ওয়েবসাইটে এই সম্বন্ধে বিস্তরিত খবর পাওয়া যাবে।

রেফিউজি লিগাল সেন্টার

১৫৩-১৫৭ কমার্শিয়াল রোড

লন্ডন ই১ ২ইবি

টেলিফোন: ০২০ ৭৭৮০ ৩২২০ (উপদেশ/এ়ডভাইস লাইন সকাল ১০টা = বিকাল ৪টা পর্য্যন্ত)

টেলিফোন: ০৮০০ ৫৯২ ৩৯৮ (ডিটেনশন/আটকে রাখার এ়ডভাইস লাইন)

টেলিফোন: ০৭৮৩১ ৫৯৮ ০৫৭ (অফিস বন্ধ থাকার সময়ের এমারজেন্সি নম্বর)

ফ্যাক্স: ০২০ ৭৭৮০ ৩২০১

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.refugee-legal-centre.org.uk

রেফিউজি লিগাল সেন্টার এ়সাইলাম সিকার এবং রেফিউজিদের আইনের উপদেশ এবং পরামর্শ দিয়ে থাকে। এর ভিতরে আছে আবেদন/এপ্লিকেশন করার ব্যপারে সাহায্য, সাময়িকভাবে এই দেশে প্রবেশ করবার অধিকার/ছাড়া পাওয়ার অধিকার, এ়সাইলাম আবেদনের প্রত্যাখ্যান, পারিবারিক পুনর্মিলন এবং আপীল কোর্টে আপনার হয়ে প্রতিনিধিত্ব করার ব্যপারে। শিক্ষা, ওয়েলফেয়ার/হিতসাধন এবং বাসস্থানের/হাউজিংএর ব্যপারে সাহায্যের জন্য আপনাকে অন্যান্য সংস্থার কাছে পাঠাতে পারে। রেফিউজি লিগাল সেন্টার থেকে উপদেশ পাবার জন্য এপয়েন্টমেন্টের ব্যবস্থা আছে। তাদের এ়ডভাইস সেসন বৃহষ্পতিবার ছাড়া, সোমবার থেকে শুক্রবার পর্য্যন্ত প্রত্যেকদিন সকাল ৯-৩০ মিনিট থেকে আরম্ভ হয়। প্রধান এ়ডভাইস লাইনে সকাল ৯-৩০ মিনিট থেকে বেলা ১টার মধ্যে ফোন করে এপয়েনটমেন্ট করা যায়। এই সেন্টার এপয়েন্টমেন্ট ছাড়া খুব কম সংখ্যক ব্যক্তিদের সাহায্য করতে পারে। আপনি কি ব্যপারে সাহায্য চাইছেন সেটা সেন্টারে প্রথমবার যাওয়ার পর বিবেচনা করে দেখা হবে। যাদের জরুরী প্রয়োজন আছে তাদের প্রথমে দেখা হবে।

রেফিউজি কাউন্সিল

ইংল্যান্ডের এবং ওয়েলসের রেফিউজি কাউন্সিলগুলি সব রেফিউজি এবং এ়সাইলাম সিকারদের উপদেশ দিয়ে থাকেন। এই ব্যবস্থার অংশ হিসাবে তারা ওয়ান স্টপ ব্যবস্থাও চালিয়ে থাকেন এবং নতুন যে সকল এ়সাইলাম সিকাররা এ দেশে এসেছেন তাদের সোসাল সিকিউরিটির বেনিফিট, বাসস্থান/হাউজিং, ইমিগ্রেশন এবং শিক্ষার ব্যপারে উপদেশ দিয়ে থাকেন। কোন এপয়েন্টমেনট করবার প্রয়োজন হয় না, তবে যিনি আগে আসবেন তাকে আগে দেখা হবে।

ইংল্যান্ড

৩ বন্ডওয়ে

লন্ডন এস ডব্লিউ৮ ১এস জে

টেলিফোন: ০২০ ৭৫৮২ ৩০০০

ফ্যাক্স: ০২০ ৭৫৮২ ৯৯২৯

ইনফরমেশন লাইন: ০২০ ৭৮২০ ৩০৮৫ (সোমবার - শুক্রবার, সকাল ১০টা থেকে - বিকাল ১টা পর্য্যন্ত)

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.refugeecouncil.org.uk

ইংল্যান্ডে রেফিউজি কাউন্সিল ট্রেইনিং এবং চাকুরীর অভজ্ঞতার/ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যবস্থা করে থাকেন। তাদের ওয়ান স্টপ সার্ভিসের ঠিকানা হল:-

২৪০-২৫০ ফ্যর্নডেল রোড

লন্ডন এস ডব্লিউ ৯ ৮বি বি

টেলিফোন: ০২০ ৭৩৪৬ ৬৭৭৭ (এ়ডভাইস লাইন সোমবার -শুক্রবার, সকাল ১০টা থেকে - বিকাল ৪টা পর্য্যন্ত)

ওয়েলস

ফিনিক্স হাউস

৩৮৯ নিউপোর্ট রোড

কার্ডিফ

সি এফ২৪ ১টি পি

টেলিফোন: ০২৯ ২০৪৮ ৯৮০০

ইংল্যান্ডের এবং ওয়েলসের রেফিউজি কাউন্সিলগুলি সব রেফিউজি এবং এ়সাইলাম সিকারদের উপদেশ দিয়ে থাকেন। এই ব্যবস্থার অংশ হিসাবে তারা ওয়ান স্টপ ব্যবস্থাও চালিয়ে থাকেন এবং নতুন যে সকল এ়সাইলাম সিকাররা এ দেশে এসেছেন তাদের সোসাল সিকিউরিটির বেনিফিট, বাসস্থান/হাউজিং, ইমিগ্রেশন এবং শিক্ষার ব্যপারে উপদেশ দিয়ে থাকেন। কোন এপয়েন্টমেনট করবার প্রয়োজন হয় না, তবে যিনি আগে আসবেন তাকে আগে দেখা হবে। রেফিউজি কাউন্সিল ট্রেইনিং এবং চাকুরীর অভজ্ঞতার/ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যবস্থা করে থাকেন। তাদের ওয়ান স্টপ সার্ভিসের ঠিকানা হল:-

২৪০-২৫০ ফ্যর্নডেল রোড

লন্ডন এস ডব্লিউ ৯ ৮বি বি

টেলিফোন: ০২০ ৭৩৪৬ ৬৭৭৭ (এ়ডভাইস লাইন সোমবার -শুক্রবার, সকাল ১০টা থেকে - বিকাল ৪টা পর্য্যন্ত)

স্কটিশ রেফিউজি কাউন্সিল

৩ ক্যডোগান স্কোয়ার

(১৭০ ব্লাইথসউড কোর্ট

গ্লাসগো

জি২ ৭পি এইচ

টেলিফোন: ০১৪১ ২৪৮ ৯৭৯৯

হেল্পলাইন: ০৮০০ ০৮৫ ৬০৮৭

ফ্যাক্স: ০১৪১ ২৪৩২৪৯৯

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.scottishrefugeecouncil.org.uk

স্কটিশ রেফিউজি কাউন্সিল স্কটল্যান্ডে রেফিউজি এবং এ়সাইলাম সিকার এবং রেফিউজি কমিউনিটি সংস্থাগুলির সঙ্গে কাজ করে থাকেন। এই সংস্থা উপদেশও দিয়ে থাকেন। যেমন ওয়েলফেয়ার বেনিফিট, বাসস্থান/হাউজিং, শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যপারে।

ইউ কে লেসবিয়ান এন্ড গে ইমিগ্রেশন গ্রুপ ( )

কেয়ার/অফ গে.কম

২২/২৩ কারনাবি স্ট্রীট

লন্ডন ডব্লিউ ১এফ ৯এস ই

টেলিফোন: ০২০ ৭৭৩৪ ৬১৬৮ (এডমিন)

হেল্পলাইন: ০২০ ৭৭৩৪ ৩৭০৫ (বেলা ১২টা - বিকাল ৫টা প্রত্যেক সোমবার এবং শুক্রবার, ব্যঙ্ক হলিডেতে বন্ধ থাকে)

ফ্যাক্স: ০২০ ৭৭১৩ ০৬২৮

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.uklgig.org.uk

ইউ কে লেসবিয়ান এন্ড গে ইমিগ্রেশন গ্রুপ ( ) হচ্ছে একটি জাতীয় লবিইং (যারা আইন তৈরী করেন তাদের উপর চাপ দেওয়া) এবং প্রচারকার্য চালানোর সংস্থা। এই সংস্থা লেসবিয়ান এবং সমকামী গে পুরুষদের আইনের সমান অধিকারের জন্য কাজ করে থাকে। ইউ কে লেসবিয়ান এন্ড গে ইমিগ্রেশন গ্রুপ ( ), ইমিগ্রশনের সমস্যা, যেগুলি লেসবিয়ান এবং সমকামী গে পুরুষদের ক্ষেত্রে দেখা দিতে পারে, কিন্তু সেগুলি অন্যান্য সাধারন মানুষের ক্ষেত্র দেখা দেবে না সেইগুলির জন্য তাদের সাহায্য করেন এবং এই ব্যপারে প্রচারকার্য চালান। এই বিভেদমূলক ইমিগ্রেশন নীতিগুলি যাতে বদলানো হয়, সেটা নিশ্চিত করবার জন্য তারা কাজ করে থাকেন। তারা, অন্যদের সঙ্গে তথ্যগুলি অদল বদল করা, সাহায্য ব্যবস্থাগুলির এবং হোম অফিসে আবেদন/এপ্লিকেশন করার ব্যপারে সাহায্য করে থাকেন।

ইউ কে সি ও এস এ- কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল এডুকেশন

৯-১৭ সেইন্ট অলবান প্লেস

লন্ডন এন১ ০এন এক্স

টেলিফোন: ০২০৭২৮৮৪৩৩০

ফ্যাক্স: ০২০ ৭২৮৮ ৪৩৬০

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.ukcosa.org.uk

ইউ কে সি ও এস এ বিদেশী ছাত্রদের পক্ষ হয়ে প্রচারকার্য চালায় এবং তাদের সমস্যার ব্যপারে খুব কার্যকরী তথ্যপত্র প্রকাশ করে থাকে। আন্তর্জাতিক ছাত্ররা যাদের উপদেশের প্রয়োজন হয়, তাদের স্থানীয় এন ইউ এস অফিসের (যেগুলি এন ইউ এস এর প্রধান অফিস/হেড কোয়ার্টারের মাধ্যমে যোগাযোগ করা যায়) সঙ্গে আলোচনা করা উচিত। জরুরী অবস্থায় আপনি ইউ কে সি ও এস এর পাবলিক কেস ওয়ার্ড লাইন ০২০ ৭১০৯ ৯৯২২ (সোমবার - শুক্রবার, বেলা ১টা থেকে - ৪টার মধ্যে) টেলিফোন করতে পারেন।

জয়েন্ট কাউন্সিল ফর দি ওয়েলফেয়ার অফ ইমিগ্রান্টস ( )

১১৫ ওল্ড স্ট্রীট

লন্ডন ই সি১ ভি ৯আর টি

টেলিফোন: ০২০ ৭২৫১ ৮৭০৮

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.jcwi.org.uk

জয়েন্ট কাউন্সিল ফর দি ওয়েলফেয়ার অফ ইমিগ্রান্টস ( ) হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যেটার খরচা আসে ট্রাস্ট এবং চ্যরিটি থেকে। এই সংস্থা একা এবং অন্যান্য সংস্থার সঙ্গে কেবলমাত্র ইমিগ্রেশন আইনের পরিবর্ত্তনের জন্য প্রচারকার্য চালায়। এই সংস্থা অন্যান্য এ়ডভাইস এজেন্সিগুলিকে উপদেশ এবং ট্রেইনিং দিয়ে থাকে। তারা কোন সতন্ত্রভাবে কোন ব্যক্তির জন্য কাজ /কেস ওয়ার্ক করে না।

সলিসিটর ইন প্রাইভেট প্র্যাকটিস

খুব কম সংখ্যক উকিল/সলিসিটর যারা ইমিগ্রেশনের ব্যপারে বিশেষজ্ঞ এবং প্রাইভেট প্র্যাকটিস আছে, তারা সাধারনত বড় বড় শহরে অবস্থিত।

যিনি ইমিগ্রেশনের ব্যপারে বিশেষজ্ঞ, সে রকম কোন সলিসিটর ইন প্রাইভেট প্রেকটিস, ,আপনার স্থানীয় এলাকায় আছেন কি না সেটা জানার জন্য আপনি ইমিগ্রশন ল প্র্যাকটিশনারস এ়সোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। (নীচে দেখুন)

ইংল্যান্ডে এবং ওয়েলসে কমিউনিটি লিগাল সার্ভিসের একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যে সমস্থ উকিল/সলিসিটর এবং এ়ডভাইস এজেন্সিগুলির বিশেষজ্ঞের উপদেশ দিয়ে থাকেন তাদের সম্বন্ধে বিস্তারিত তথ্য দিতে পারে। (নীচে দেখুন)

ইমিগ্রেশন ল প্র্যাক্টিশনারস এসোসিয়েশন (ILPA)

ইমিগ্রশন ল প্র্যাক্টিশনারস এসোসিয়েশন ( ) হচ্ছে ইমিগ্রেশন এবং ন্যাশনালিটির ব্যপারে বিশেষজ্ঞ আইনজীবি/লইয়ারদের একটি সংস্থা। তারা হয়ত একজন উকিল/সলিসিটর, যিনি আপনাকে সাহায্য করতে পারবেন, সেই ব্যপারে আপনাকে উপদেশ দিতে পারবেন।

নিম্নলিখিত ঠিকানায় ইমিগ্রশন ল প্র্যাক্টিশনারস এসোসিয়েশন ( ) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে:-

লিন্ডসি হাউস

৪০-৪২ চার্টারহাউস স্ট্রীট

লন্ডন ই সি১এম ৬জে এন

টেলিফোন: ০২০ ৭২৫১ ৮৩৮৩

ফ্যাক্স: ০২০ ৭২৫১ ৮৩৮৪

ই-মেইল: [email protected]

নর্দান আয়ারল্যান্ড কাউন্সিল ফর এথনিক মাইনরিটিস ( NICEM)

নর্দান আয়ারল্যান্ড কাউন্সিল ফর এথনিক মাইনরিটিস (NICEM) নর্দান আয়ারল্যান্ডে সংখ্যালঘু সম্প্রদায়গুলির প্রতিনিধিত্ব করে থাকে। এই সংস্থা সরাসরি সংখ্যালঘু সম্প্রদায়গুলির প্রতিনিধিত্ব করে এবং এই স্থান হল এই সমস্যা সম্পর্কে আলোচনা করার কেন্দ্র। নর্দান আয়ারল্যান্ড কাউন্সিল ফর এথনিক মাইনরিটিস (NICEM) বিচার সমতা এবং মর্যাদার জন্য কাজ করে থাকে এবং বিভিন্ন জাতির লোকদের মধ্যে সামাজিক আদান প্রদানের এবং বিশেষ করে বর্নবাদী বিভেদ উচ্ছেদ করার ব্যপারেও কাজ করে থাকে। এ ছাড়াও তাদের রিসেপশনে সাহায্যকারী কর্মচারীরা আছেন যারা এ়সাইলাম সিকারদের ন্যাশনাল এ়সাইলাম সাপোর্ট সার্ভিসে সিস্টেমের সাহায্যের জন্য আবেদন করতে সাহায্য করেন এবং যখন এ়সাইলাম সিকাররা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন তখন তাদের সাহায্য প্রদান করার সাথে সাথে উপদেশও দিয়ে থাকেন।

নর্দান আয়ারল্যান্ড কাউন্সিল ফর এথনিক মাইনরিটিস (NICEM) সঙ্গে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে:-

৩ ফ্লোর

এসকট হাউস

২৪-৩১ স্যাফটসব্যুরি স্কোয়ার

বেলফাস্ট বি টি২ ৭ডি বি

টেলিফোন: ০২৮ ৯০২৩ ৮৬৪৫

ফ্যাক্স: ০২৮ ৯০৩১ ৯৪৮৫

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.nicem.org.uk

কমিউনিটি লিগাল সার্ভিস (CSL)

ইংল্যান্ডে এবং ওয়েলসে দি কমিউনিটি লিগাল সার্ভিস (CSL) এর একটি ওয়েবসাইট আছে। এর ভিতর আছে স্থানীয় উকিল/সলিসিটরদের, এ়ডভাইস এজেন্সিগুলি/উপদেশদাতা সংস্থাগুলি এবং অন্যান্য বিশেষজ্ঞ উপদেশদাতাদের সম্বন্ধে তথ্য। এই তথ্যগুলি ইংরাজী, ওয়েলস, উর্দু, বাংলা, ক্যন্টোনিজ, পাঞ্জাবী এবং গুজরাটিতে পাওয়া যায়।

ইংল্যান্ডে এবং ওয়েলসে স্থানীয় লাইব্ররীগুলিতে সি এল এস এর ডাইরেক্টোরির কপি পাওয়া যায়। এ ছাড়াও তাদের ডাইরেক্টোরি লাইন ০৮৪৫ ৬০৮ ১১২২ টেলিফোন নম্বরে এই তথ্যগুলির জন্য ফোন করতে পারেন। (স্থানীয় মূল্যে টেলিফোন)

সি এল এস এর ওয়েবসাইটের ঠিকানা হল:- www.CSLdirect.org.uk

স্থানীয় সাহায্য

অনেক স্থানীয় সংস্থাগুলি ইমিগ্রেশন এবং ন্যাশনালিটির সম্বন্ধে উপদেশ/এ়ডভাইস দিয়ে থাকে। ঊদাহরন হল ল সেন্টারগুলি (নীচে দেখুন) অথবা রেস রিলেশন কাউন্সিলগুলি (এ ছাড়াও কিছু কিছু প্রাইভেট উকিলরাও এই ব্যপারে বিশেষজ্ঞ। (সলিসিটর ইন প্রাইভেট প্র্যাকটিস দেখুন)

ল সেন্টারগুলি

প্রায় সর্ব্বদাই ল সেন্টারে একজন কর্মচারী থাকেন যিনি ইমিগ্রেশনের ব্যপারে বিশেষজ্ঞ। সাধারনত ল সেন্টারগুলির একটা সীমাবদ্ধ এলাকা থাকে যার বাইরের লোকদের তার সাহায্য করেন না। সেইজন্য এটা উল্লেখযোগ্য যে আপনার স্থানীয় ল সেন্টার আপনাকে সাহায্য করতে পারবেন কি না সেই সম্বন্ধে খোজ নেওয়া। কখনও কখনও এই সীমাবদ্ধ এলাকার ভিতরে বসবাস বা চাকরী করেন, তাদেরকেও সাহায্য করে থাকে।

যদি ল সেন্টার আপনাকে উপদেশ এবং ইমিগ্রেশন কেসে আপনার প্রতিনিধিত্ব করে থাকে তাহলে আপনাকে তার জন্য কোন মূল্য দিতে হবে না।

ইল্যান্ডে এবং ওয়েলসে

ল সেন্টারস ফেডারেশন

ডাচেস্‌ হাউস

১৮-১৯ ওয়ারেন স্ট্রীট

লন্ডন ডব্লিউ১পি ৫ডিবি

টেলিফোন: ০২০ ৭৩৮৭ ৮৫৭০

ফ্যাক্স: ০২০ ৭৩৮৭ ৮৩৬৮

ওয়েবসাইট: www.lawcentres.org.uk

স্কটল্যান্ডে

সেক্রেটারি

স্কটিশ এসোসিয়েশন অফ ল সেন্টার (SALC)

কেয়ার/অফ গোভান ল সেন্টার

৪৭ বারলি স্ট্রীট

গোভান

গ্লাসগো জি৫১ ৩এল বি

টেলিফোন: ০১৪১ ৪৪০ ২৫০৩

ই-মেইল: [email protected]

ওয়েবসাইট: www.salc.info

নর্দান আয়ারল্যান্ডে

ল সেন্টার (এন১) সেন্ট্রাল অফিস

১২৪ ডনেগল স্ট্রীট

বেলফাস্ট বি টি১ ২জি ওয়াই

টেলিফোন: ০৩৮ ৯০২৪ ৪৪০১

ফ্যাক্স: ০২৮ ৯০২৩ ৬৩৪০

ওয়েবসাইট: www.lawcentreni.org

ল সেন্টার (এন১) ওয়েস্টার্ন এরিয়া অফিস

৯ ক্লেরেনডন স্ট্রীট

ডেরী বি টি৪৮ ৭ই পি

টেলিফোন: ০২৮ ৭১২৬২৪৩৩

ফ্যাক্স: ০২৮ ৭১২৬ ২৩৪৩

This document was provided by Citizen Advice from their website, www.adviceguide.org.uk.