Skip Navigation | Accessibility

information, advice, guidance and learning materials in community languages

ইমিগ্রেশন সম্বন্ধে প্রায়শই যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়ে থাকে
Frequently asked questions about immigration

এই তথ্যগুলি ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডে প্রযোজ্য।

আমি ব্রিটেনের একজন নাগরিক (ব্রিটিশ সিটিজান), এবং আমার গার্ল ফ্রেন্ড, যে অন্যদেশ থেকে ইউ কে তে ছাত্রী হিসাবে (স্টুডেন্ট ভিসাতে) এসেছে, তাকে আমি বিয়ে করতে চাই। তার এই দেশে থাকবার জন্য কোন মর্যাদার/স্টেটাসের (status) জন্য আমাদের কি বিশেষ কিছু করতে হবে?

আমি অতিথি (ভিজিটর ভিসাতে) হিসাবে এই দেশে এসেছি এবং এখানকার কলেজে আমি ডিগ্রী করতে চাই। আমাকে কি সেটা করবার জন্য অনুমতি দেওয়া হবে?

আমার আম্মা ইউ কের নাগরিক (সিটিজান) নন এবং অন্য দেশে বাস করেন। তিনি একা থাকেন এবং তার বেশ বয়স হয়েছে এবং ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছেন। আমি অনেক বত্সর ধরে তাকে সাহায্য করে যাচ্ছি। তাকে কি আমার সঙ্গে বসবাস করবার জন্য ইউ কে তে আনতে পারি?

আমার চাচা এমন একটা দেশে থাকেন যেখানে অনেক রাজনৈতিক ঝামেলা এবং হিংস্রতা চলছে। তিনি বলছেন যে তিনি বাড়ী থেকে বের হতে ভয় পান এবং চিন্তা করছেন যে যতদিন পর্যন্ত এই অবস্থা শান্ত না হয়, সেই সময় কিছুদিনের জন্য ইউ কে তে এসে থাকতে পারবেন কি না।

আমি ব্রিটেনের একজন নাগরিক (ব্রিটিশ সিটিজান), এবং আমার গার্ল ফ্রেন্ড, যে অন্যদেশ থেকে ইউ কে তে ছাত্রী হিসাবে (স্টুডেন্ট ভিসাতে) এসেছে, তাকে আমি বিয়ে করতে চাই। তার এই দেশে থাকবার জন্য কোন মর্যাদার/স্টেটাসের (status) জন্য আমাদের কি বিশেষ কিছু করতে হবে?

আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার নববিবাহিত স্ত্রীকে ইউ কে তে আপনার স্ত্রী হিসাবে বসবাস করবার জন্য অনুমতি চাওয়া উচিত। এই অনুমতির জন্য তাকে অভিবাসন/ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সন্তুষ্ট করবার জন্য কতকগুলি কঠিন শর্ত পূরন করতে হবে। তাকে প্রমান করতে হবে যে এই বিবাহ আসল এবং এই জন্য তাকে এই দেশে থাকবার অনুমতি দেওয়া উচিত। তাকে এটাও দেখাতে হবে যে, সে যখন ছাত্রী হিসাবে এই দেশে ঢুকেছিল, তখন সে বিবাহিত ছিল না এবং কর্তৃপক্ষকে ঠকানোর কোন চেষ্টা করেনি। আপনাকে দেখাতে হবে যে আপনার বিবাহের পর আপনি কোন সরকারী সাহায্য ছাড়াই আপনাদের নিজেদের জীবনযাত্রা চালাতে পারবেন। আপনার স্ত্রীকে প্রথমে দুই বত্সরের জন্য অনুমতি দেওয়া হবে। দুই বত্সরের শেষের দিকে আপনার স্ত্রী এই দেশে স্থায়ীভাবে থাকবার জন্য আবেদন করতে পারবেন।

ইউ কের অভিবাসন/ইমিগ্রেশন আইন জঠিল এবং এই ব্যাপারে যদি ভুল হয়, তাহলে কঠিন ফল হতে পারে। সেইজন্য এই ব্যাপারে সর্বদাই কোন বিশেষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে উপদেশ নেওয়া উচিত।

আমি অতিথি (ভিজিটর ভিসাতে) হিসাবে এই দেশে এসেছি এবং এখানকার কলেজে আমি ডিগ্রী করতে চাই। আমাকে কি সেটা করবার জন্য অনুমতি দেওয়া হবে?

আপনি যখন প্রথম ইউ কে তে এসেছিলেন, তখন এই শর্তে আপনাকে এই দেশে ঢুকবার অনুমতি দেওয়া হয়েছিল যে যখন আপনার অতিথি ভিসা (ভিজিটর ভিসা) শেষ হয়ে যাবে তখন আপনি এই দেশ থেকে চলে যাবেন। অভিবাসন/ইমিগ্রেশন আইন অনুসারে আপনাকে ছাত্র/ছাত্রী হিসাবে এই দেশে থাকবার অনুমতি দেওয়া হবে না। আপনি যদি ইউ কে তে ছাত্র বা ছাত্রী হিসাবে এখানকার পড়াশোনা করতে চান তাহলে আপনাকে ইউ কে থেকে চলে যেতে হবে এবং ভবিষ্যতে কোন সময়ে ছাত্র হিসাবে ইউ কে তে আসতে চাইলে আপনাকে নূতনভাবে ছাত্র হিসাবে আবেদন করতে হবে। আপনার ভিসা শেষ হয়ে যাবার পরেও যদি ইউ কে তে থাকেন, তাহলে আপনাকে এই দেশে ঢুকতে দেওয়ার চুক্তিগুলি লঙ্ঘন করা হবে। এটি একটি গুরুতর অপরাধ এবং এর জন্য আপনার বিরুদ্ধে মামলা করা হতে পারে এবং এই দেশে থেকে বের করে দেওয়া হতে পারে।

আমার আম্মা ইউ কের নাগরিক (সিটিজান) নন এবং অন্য দেশে বাস করেন। তিনি একা থাকেন এবং তার বেশ বয়স হয়েছে এবং ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছেন। আমি অনেক বত্সর ধরে তাকে সাহায্য করে যাচ্ছি। তাকে কি আমার সঙ্গে বসবাস করবার জন্য ইউ কে তে আনতে পারি?

আপনি হয়ত আপনার মাকে এই দেশে আনতে সক্ষম হতে পারেন কিন্তু, বেশীর ভাগ ক্ষেত্রেই কতকগুলি কঠিন শর্ত আছে এবং সেগুলি আপনাকে পূরন করতে হবে। সবচাইতে উল্লেখযোগ্য হল আপনার এই দেশে স্থায়ীভাবে বসবাস করবার অধিকার থাকতে হবে এবং আপনার মায়ের জন্য সব রকম আর্থিক দায়িত্ব আপনাকে বহন করতে হবে এবং আপনার মায়ের নিজের দেশে তাকে দেখাশোনা করবার জন্য কোন আত্মীয় স্বজন নেই সেটা প্রমান করতে হবে।

আমার চাচা এমন একটা দেশে থাকেন যেখানে অনেক রাজনৈতিক ঝামেলা এবং হিংস্রতা চলছে। তিনি বলছেন যে তিনি বাড়ী থেকে বের হতে ভয় পান এবং চিন্তা করছেন যে যতদিন পর্যন্ত এই অবস্থা শান্ত না হয়, সেই সময় কিছুদিনের জন্য ইউ কে তে এসে থাকতে পারবেন কি না।

ইউ কে ইউনাইটেড নেশনের কনভেনশন অন রেফিউজি (United Nations Convention on refugees) চুক্তিতে দস্তখত করেছে। এর মানে হল যে সকল ব্যক্তিরা তাদের নিজেদের দেশে নির্যাতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের আশ্রয়/এসাইলাম দেওয়ার জন্য এই দেশ প্রতিশ্রুতিবদ্ধ। ইউ কে তে এসাইলাম আবেদনের পদ্ধতি অত্যন্ত জটিল এবং আপনার চাচার বর্তমান সময়ে এই দেশে আসবার যোগ্যতা আছে কি না, সেটা জানবার জন্য আপনার বিশেষজ্ঞের উপদেশ নেওয়া উচিত। আশ্রয়ের/কেবল অল্পসংখ্যক লোকেরই এসাইলাম আবেদনের সাফল্যজনক হয়, সেইজন্য আপনার চাচা অন্য কোনভাবে এই দেশে আসতে পারবেন কি না, সেটা আপনার বিবেচনা করে দেখা উচিত। যেমন, ইউ কে তে তার হয়ত পারিবারিক যোগাযোগ আছে, যার ফলে যখন তার নিজের দেশের অবস্থা ভাল নয়, তখন সেই সময়ের জন্য এখানে এসে থাকবার অধিকার আছে।

ইংরেজী ছাড়া অন্য কোন ভাষায় আশ্রয়/এসাইলামের আবেদন করা সম্বন্ধে দি রেফিউজি কাউন্সিলের নিম্নলিখিত ওয়েবসাইট দেখুন:

www.languages.refugeecouncil.org.uk

This document was provided by Citizen Advice from their website, www.adviceguide.org.uk.