Skip Navigation | Accessibility

information, advice, guidance and learning materials in community languages

আপনি কি একজন মহিলা এবং ইউ কে তে এ়সাইলাম চাইছেন?
Are you a woman seeking asylum in the UK

যে সকল মহিলারা এ়সাইলাম চাইছেন এই তথ্যপত্র তাদের জন্য।

আপনি যখন এ়সাইলাম চাইবেন তখন আপনি কি আশা করতে পারেন এই তথ্যপত্রে সে সম্বন্ধে বলা হয়েছে।

হোম অফিসে যখন আপনাকে ইন্টারভিয়্যু করা হবে তখন আপনি কি কি আশা করতে পারেন, এই তথ্যপত্রে সে সম্বন্ধে বলা হয়েছে।

আপনার এ়সাইলামের দাবীর ব্যপারে সিদ্ধান্ত নেওয়ার সময়ে হোম অফিস কি কি বিষয়গুলি বিবেচনা করবে এই তথ্যপত্রে সে সম্বন্ধে বলা হয়েছে।

হোম অফিসের কর্মীরা কি ভাবে মহিলাদের এসাইলামের দাবী বিবেচনা করবেন, সে ব্যপারে সাহায্য করবার জন্য হোম অফিসের নির্দেশিকা আছে। আপনার দাবীর বিবেচনা করবার সময় কর্মীরা/কেস ওয়ার্কাররা কি কি বিষয় বিবেচনা করবেন এই তথ্যপত্রে সেইগুলি সম্বন্ধে বলা হয়েছে। বিশেষভাবে মহিলাদের দাবী বিবেচনার করার বিষয়ে সাধারন সীমারেখার বর্ননা করা হয়েছে।

এ়সাইলামের দাবী করা

কেবলমাত্র অন্যের উপর নির্ভরশীল না হয়ে, যেমন আপনার স্বামী অথবা পিতা (অথবা অন্য কোন পুরুষ আত্মীয়), আপনি নিজেই এ়সাইলামের দাবী করতে পারেন। আপনি যদি নিজেই এ়সাইলামের দাবী করতে চান তাহলে একজন উকিল/সলিসিটারের সঙ্গে এই ব্যপারে আলোচনা করুন।

ইউ কে তে এ়সাইলামের দাবী করার তিনটি পর্য্যায় আছে।

পর্য্যায় ১

হোম অফিসের সঙ্গে আপনার প্রথম ইন্টারভিয়্যুকে বলা হয় স্ক্রীনিং ইন্টারভিয়্যু। এই ইন্টারভিয়্যু করা হয় একটা এ়সাইলামের স্ক্রীনিং কেন্দ্রে বা ইউনিটে (সাধারনত ক্রয়ডন অথবা লিভারপুলে)। এই ইন্টারভিউতে আপনাকে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের সম্বন্ধে ব্যক্তিগত তথ্যগুলি জিজ্ঞাসা করা হবে। যেমন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নাম ঠিকানা এবং আপনাদের জাতিয়তা/ন্যাশনালিটি ইত্যাদি।

ক. বেলা এগারটার আগেই সেখানে পৌছানো ভাল; দুর্ভাগ্যবশতঃ, আপনাকে হয়ত সেখানে

অনেকক্ষন অপেক্ষা করতে হবে। এর জন্য তৈরী হয়ে যাবেন।

খ. আপনি যদি হিজাব পরেন, তাহলে ফটো তুলবার জন্য আপনাকে হিজাব খুলতে বলা হবে।

যখন এই ইন্টারভিউ শেষ হয়ে যাবে, তখন আপনার থাকার বাসস্থানের জন্য এবং অর্থের জন্য আপনি নাস (ন্যাশনাল এ়সাইলাম সাপোর্ট সার্ভিস) এর মাধ্যমে আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারেন। এই ব্যপারে সাহায্যের জন্য আপনি আপনার উকিল/সলিসিটার, দি রেফিউজি কাউন্সিল, রেফিউজি এ়কশান, রেফিউজি এ়রাইভালস প্রজেক্ট, অথবা মাইগ্রেন্ট হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন।

এই ইন্টারভিউয়ে আপনাকে হয়ত একটা ফর্ম দেওয়া হবে। এটাকে বলা হয় একটি সেলফ্‌ কমপ্লিশন ফর্ম (এস ই এফ)। এই ফর্মে আপনি কেন রেফিউজি কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক সুরক্ষার দাবী করছেন (এর মানে হল এ়সাইলামের আবেদন করা)। এই ফর্ম পুরন করবার জন্য আপনার একজন উকিল/সলিসিটারের সাহায্য চাওয়া আপনার পক্ষে ভাল হবে। এই ফর্ম পুরন করে ১০ দিনের ভিতর ফেরত দিতে হবে।

পর্য্যায় ২

এর পর আপনাকে সম্পূর্ন এ়সাইলামের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে (পরের পৃষ্টায় দেখুন)।

পর্য্যায় ৩

আপনার সম্পূর্ন এ়সাইলামের ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পরে হোম অফিস আপনাকে আপনার এ়সাইলামের আবেদনের সিদ্ধান্ত আপনাকে জানাবে। আপনার আবেদন যদি হোম অফিস প্রত্যাখ্যান করে, তাহলে আপনি হয়ত এ়সাইলাম এবং ইমিগ্রেশন ট্রাইবুনালে আপীল করতে পারবেন। আপীলের ব্যপারে সাহায্য করার জন্য আপনার অবিলম্বে একজন উকিল/সলিসিটারের সঙ্গে যোগাযোগ করা উচিত।

সম্পূর্ন এ়সাইলাম ইন্টারভিয়্যু

সম্পূর্ন এসাইলাম ইন্টারভিউয়ে আপনার এ়সাইলামের আবেদন সম্বন্ধে আপনাকে আরও তথ্য দিতে বলা হবে।

অনেক মহিলারা, যাদের উপর যৌন অত্যাচার করা হয়েছে, সেই ঘটনার বিস্তারিত বিবরন তারা আরেকজন মহিলাকে বলতে সহজ বোধ করেন।

১. আপনি যদি চান তাহলে একজন মহিলা আপনাকে ইন্টারভিউ করেন, তাহলে তার জন্য

অনুরোধ করতে পারেন।

২. আপনি যদি চান তাহলে একজন মহিলা ইন্টারপ্রেটার চাইতে পারেন।

৩. আপনি এই ইন্টারভিউ টেপ করবার জন্য অনুরোধ করতে পারেন এবং আপনি সেই আপনার সঙ্গে

নিয়ে যাওয়ার জন্যও অনুরোধ করতে পারেন।

(এই অনুরোধটি ইন্টারভিউ আরম্ভ হওয়ার আগে করাই ভাল)

৪. আপনার উপরে যদি যৌন অত্যাচার করা হয়ে থাকে অথবা আপনার কোন রকম মর্মপীড়াদায়ক

অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে, আপনাকে যিনি ইন্টারভিউ করছেন, তার বোঝা উচিত্ যে আপনার

পক্ষে সেই ঘটনাগুলির কথা অন্য কোন ব্যক্তিকে বলা কঠিন এবং সব কিছু মনে করাও কঠিন। আপনার

যদি প্রয়োজন হয় এই ইন্টারভিউ চলাকালে বিরতির জন্য অনুরোধ করতে পারেন। মানসিক দিক

থেকে আপনি যদি এই ইন্টারভিউয়ের জন্য তৈরী না থাকেন তাহলে আপনি এই ইন্টারভিউ পরে

করবার জন্য অনুরোধ করতে পারেন।

৫. যদি সম্ভব হয় তাহলে ইন্টারভিউয়ের সময়ে অন্য কোন ব্যক্তিকে আপনার সন্তানদের দেখাশোনা করবার

জন্য ব্যবস্থা করুন।

৬. একমাত্র আপনাকেই ইন্টারভিউ করা উচিত্। কোন আত্মীয় স্বজন বা আপনাদের সন্তানদের সঙ্গে

আপনাকে ইন্টারভিউ করা উচিত্ নয়।

৭. আপনার উকিল/সলিসিটর ইন্টারভিউয়ের সময়ে উপস্থিত থাকতে পারেন, বিশেষতঃ আপনার

যদি নিজেকে অসহায় বা দুর্বল মনে হয়।

আপনার এ়সাইলামের আবেদনের উপর সিদ্ধান্ত নেওয়ার সময়ে হোম অফিস কি কি বিষয়ে বিবেচনা করবেন

মহিলাদের এ়সাইলামের আবেদন বিবেচনা করবার সময়ে হোম অফিসের কর্মচারীদের নিম্নলিখিতগুলি বিবেচনা করা উচিত্। যদি আপনি

১. রাজনৈতিক কার্জকলাপের জন্য আপনার উপর যদি অত্যাচার করা হয়ে থাকে, যদিও সেইগুলি খুবই

নিম্নমানের, যেমন অন্য ব্যক্তিদের বাসস্থানের বা খাবার দাবারের ব্যবস্থা করা।

২. আপনার স্বামী/পিতা/ভাই (অথবা অন্য কোন পুরুষ আত্মীয়ের রাজনৈতিক কার্জকলাপের জন্য আপনার

উপর অত্যাচার করা হয়ে থাকে। কারন এটা মনে করা হয়েছিল যে আপনার রাজনৈতিক মতবাদও

তাদের মত।

৩. সরকারী কর্মচারীরা (যেমন মিলিটারি এবং পুলিশ) আপনার উপর এমনভাবে অত্যাচার করেছিল,

যেগুলি কেবলমাত্র মহিলাদের উপরেই করা হয়ে থাকে, যেমন যৌন অত্যাচার অথবা যৌন অত্যাচার

করার ভয় দেখানো।

৪. অপনার নিজের দেশে অন্য সব মহিলারা যে ভাবে পোশাক পরে থাকেন, আপনি সেইভাবে পোশাক না

না পরার জন্য, যেমন হিজাব না পরার জন্য।

৫. আপনার নিজের দেশের আইন অনুসারে, আপনি মহিলা বলে আপনার প্রতি বিভেদমূলক ব্যবহার করা

করা হয়ে থাকে (যেমন উত্তরাধীকার হিসাবে সম্পত্তি পাওয়ার আইন, তত্তাবধানের অধিকার পাওয়ার

আইন)

৬. আপনার পরিবার অথবা স্থানীয় সমাজের সদস্যরা আপনার কোন রকম ক্ষতি করে থাকে (যেমন পারিবারিক

অত্যাচার, জোর করে বিয়ে দেওয়া অথবা সম্নান রক্ষার জন্য অপরাধমূলক কাজ করা)।

এটা বিচার করাও উল্লেখযোগ্য যে যদিও উপরোক্ত ঘটনাগুলি আপনার ক্ষেত্র ঘটেনি কিন্তু আপনার ভয় ছিল যে সেগুলি ঘটতে পারে।

এটা উল্লেখযোগ্য যে আপনার উপর কি কি অত্যাচার করা হয়েছিল এবং আপনি নিজের দেশে ফিরে গেলে আপনার উপর কি ধরনের অত্যাচার করা হবে বলে ভয় করেন, সেগুলির সম্পূর্ন বর্ননা দেওয়া। সেই সঙ্গে এটাও উল্লেখযোগ্য যে কি কারনে আপনি মনে করেন যে আপনার উপরে অত্যাচার করা হবে।

যখন হোম অফিসের অফিসাররা আপনার আবেদনের ব্যপারে সিদ্ধান্ত নেবেন, তখন তাদের এটা দেখাতে হবে যে তারা আপনার নিজের দেশের মহিলাদের অধিকারের ব্যপারে সব তথ্য বিচার করে দেখেছেন। তারা যদি এটা বুঝতে পারেন যে আপনি আপনার নিজের দেশের যে জায়গা থেকে এসেছেন, সেখানে ফিরে যেতে পারবেন না, তাহলে তারা এটা দেখবেন যে আপনি সেই দেশের অন্য কোন অংশে ফিরে যেতে পারবেন কি না। আপনার দেশের অন্য কোন অংশে, আপনার মত অবস্থায় পড়েছেন এমন কোন মহিলা নিরাপদে থাকতে পারেন কি না, সেটা বুঝবার জন্য আপনার দেশের সব তথ্য তাদের বিচার করে দেখা উচিত। তাদের সিদ্ধান্তে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে এর বিরুদ্ধে আপীল করার জন্য আপনার উকিল/সলিসিটর হয়ত আপনাকে সাহায্য করতে পারবেন।

আইনের পরামর্শ

এই এ়সাইলাম আবেদনের পদ্বতির প্রথম থেকে শেষ পর্য্যন্ত আপনার আইনের পরামর্শ নেওয়া উচিত্। আপনার উকিলের/সলিসিটরের অফিস অফ ইমিগ্রেশন সার্ভিস কমিশনারের (OISC) দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত্। যে সকল ব্যক্তিদের রোজগার কম বা কোন রোজগার নেই, তাদের বিনা পয়সায় আইনের উপদেশ দেওয়ার জন্য লিগাল সার্ভিস কমিশন এই উকিলদের অর্থদান করে থাকেন। এই অর্থদানকে বলা হয় লিগাল এইড। যদি আপনার এ়সাইলামের আবেদন মোটামুটি যুক্তিযুক্ত হয় তাহলে উকিলরা/সলিসিটররা আপনাকে বিনা পয়সায় উপদেশ দিতে পারেন। আপীলের পর্যায়ে যদি মনে হয় যে আপনার এই কেস জিতবার যুক্তিযুক্ত সম্ভাবনা আছে তাহলে সেই সময়েও আপনার উকিল/সলিসিটর আপনাকে বিনা পয়সায় উপদেশ দিতে পারবেন। যদি আপনার উকিল/সলিসিটর মনে করেন যে আপনার কেস জিতবার কোন যুক্তিযুক্ত কারন নাই তাহলে আপনি হয়ত অন্য একজন উকিলের কাছে যেতে পারেন।

আপনি কি কি কারনে এসাইলামের আবেদন করেছেন সেইগুলি নিয়ে, আপনার উকিলের/সলিসিটরের আপনার সঙ্গে আলোচনা করা উচিত্। এই তথ্যপত্রে যে সকল তথ্য প্রদান করা হয়েছে, যেমন, আপনার উপরে কি কি ধরনের অত্যাচার করা হয়েছে অথবা কি কি অত্যাচার করা হতে পারে বলে আপনি ভয় পাচ্ছেন, কি কি কারনে আপনার উপর অত্যাচার করা হয়েছিল, আপনার নিজের আপনার মত মহিলাদের নিরাপত্তার জন্য দেশের সরকার কি কি ব্যবস্থা প্রদান করে থাকেন এবং আপনার দেশের অন্য অংশে আপনার পক্ষে নিরাপদে বাস করা সম্ভব কি না, এই সব ব্যপারগুলি নিয়েই আপনার উকিলের/সলিসিটরের আপনার সঙ্গে আলোচনা করা উচিত্।

এর সঙ্গে হোম অফিসের কর্মীরা মহিলাদের এ়সাইলাম আবেদনের পদ্ধতির নির্দেশিকা ঠিকমত মানছেন কি না, সেটাও আপনার উকিলের/সলিসিটরের নিশ্চিত করা উচিত্।

এই তথ্যপত্রে কোন বিষয় সম্বন্ধে আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে দয়া করে আপনার আইনের প্রতিনিধির (উকিল/সলিসিটর) সঙ্গে কথা বলুন অথবা নিম্নলিখিত কোন একটা এ়ডভাইস লাইনের সঙ্গে যোগাযোগ করুন।

এ়সাইলাম এইড

০২০ ৭২৪৭

৮৭৪১

সোমবার ২.০০ - ৪.৩০ এবং বৃহষ্পতিবার ১০.০০ - ১২.৩০ পর্য্যন্ত

www.asylumaid.org.uk

ইমিগ্রেশন

এ়ডভাইস সার্ভিস

০২০ ৭৯৬৭

১২০০

সোমবার ১০.০০ ১.০০ এবং বুধবার ২.০০ - ৫.০০ পর্য্যন্ত

www,iasuk,org

রেফিউজি লিগ্যাল

সেন্টার

আটক থাকা ব্যক্তিদের জন্য বিনা পয়সায় উপদেশ

০২০ ৭৭৮০

৩২২০

০৮০০

৫৯২৩৯৮

সোমবার, বুধবার, শুক্রবার

১০.৩০ ১.০০ এবং ২.০০ - ৪.৩০ পর্য্যন্ত

www.refugee-legal-centre.org.uk

এই তথ্যপত্র প্রকাশ করেছেন এ়সাইলাম এইডের, রেফিউজি উইমেন্স রিসোর্স প্রজেক্ট। এই প্রকাশনা হল হোম অফিসের মহিলাদের এ়সাইলামের দাবী বিবেচনা করার নির্দেশিকা সম্বন্ধে সচেতনতা জাগাবার একটা অংশ।

মহিলাদের এ়সাইলামের দাবী বিবেচনা করার সম্পূর্ন নির্দেশিকাকে বলা হয় ‘জেন্ডার ইস্যু ইন দি এসাইলাম ক্লেইম এ়সাইলাম পলিসি ইন্সট্রাকশন (API) হোম অফিস (মার্চ ২০০৪)। এটা নিম্নলিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে

http://www.ind.homeoffice.gov.uk/ind/en/home/laws__ policy_instructions/ apis/gender issues in the.html

২০০৬ সালের জুন মাসে এই তথ্যপত্র প্রকাশ করা হয়েছে। সেই সময়ে এই তথ্যগুলি সঠিক ছিল

This document was provided by Asylum Aid, June 2006, www.asylumaid.org.uk