Skip Navigation | Accessibility

information, advice, guidance and learning materials in community languages

পারিবারিক অতিথি/ফ্যামিলি ভিজিটর
Family Visitors

যে সকল ব্যক্তিরা ইউ কে তে পরিবারের সদস্যদের কাছে বেড়াতে আসবার/ভিজিট করবার জন্য ভিসা চান, এই তথ্য পত্র হচ্ছে তাদের জন্য। ভিসার আবেদন করার আগে কি কি বিষয়ে আপনার চিন্তা করা প্রয়োজন, আবেদন করার পরে কি হয় এবং যদি আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয় তাহলে কি ভাবে আপীল করবেন, এই তথ্যপত্রে সেইগুলি বর্ননা করা হয়েছে। ইউ কে তে বসবাসকারী যে সকল ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যদের এখানে আনবার জন্য জামিনদার(স্পনসর) হতে চান এই তথ্যপত্র তাদের জন্যও উপকারী।

এই তথ্যপত্রের প্রথম অংশে ভিসার আবেদনের পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং যারা ভিসার জন্য আবেদন করবেন, তাদের সকলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। দ্বিতীয় অংশে আপীলের পদ্ধতি সম্বন্ধে বলা হয়েছে। পরিবারের বিশেষ কয়েকজন সদস্যদেরই কেবলমাত্র আপীল করবার অধিকার আছে। এই লিফলেটের সেই অংশে পৌঁছানোর পর সেটা নিয়ে আলোচনা করা হয়েছে।

আবেদন করবার আগে

সময় থাকতেই আবেদন করবেন/হাতে সময় নিয়ে আবেদন করবেন

বেশীরভাগ ক্ষেত্রেই আপনি যেদিন আবেদন করবেন, সেদিনই আপনাকে ভিসা দেওয়া হবে। তবে কখনও কখনও এর জন্য বেশী সময় লাগে। যদি আপনার আবেদন প্রত্যাখ্যান করা হয় এবং আপনাকে আপীল করতে হয়, এবং সেই আপীল মেনে নেওয়া হয়, তাহলে আমাদের হয়ত আপনাকে এই ভিসা দিতে বেশ কয়েক সপ্তাহ বা তার থেকে বেশী সময়ও লাগতে পারে। আমাদের মতে, আপনি যে দিন ভ্রমণ করবেন, তার থেকে অন্ততঃ তিন মাস আগে ভিসার জন্য আবেদন করুন।

অবশ্যই কখনও কখনও লোকেদের জরুরী কারণে ভ্রমন করতে হয় - যেমন কোন আত্মীয় বেশী অসুস্থ। আপনার যদি খুব তাড়াতাড়ি ভিসার প্রয়োজন হয়, তাহলে আমরা আপনাকে সাহায্য করবার জন্য সাধ্যমত চেষ্টা করব। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব ভিসার জন্য আবেদন করুন।

আগের থেকেই পরিকল্পনা করুন

ঠিক করুন যে কোন সময়ে আপনি ইউ কে তে আসতে চাইছেন, বেশীরভাগ ক্ষেত্রেই যারা অল্পদিনের (ছয় মাস পর্যন্ত) জন্য আসতে চান, তাদের ভিজিট ভিসার প্রয়োজন হয়। যদি আপনি বেশীদিন ইউ কে তে থাকতে চান, অথবা অন্য কোন কারণে (যেমন চাকুরী করবার অথবা বিবাহের জন্য), তাহলে আপনার অন্য ধরনের ভিসার প্রয়োজন। যদি আপনার উদ্দেশ্য হয়, এখানে চাকুরী করা অথবা ইউ কে তে স্থায়ীভাবে বসবাস করা, কিন্তু আপনি ভিজিটর ভিসার জন্য আবেদন করছেন, তাহলে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হবে।

আপনার ইউ কের অভিবাসনের/ইমিগ্রেশনের ব্যবস্থা কি রকম সে সম্বন্ধে খোঁজ-খবর নেওয়া উচিত। যত বেশী খবর জোগাড় করতে পারেন, ততই, আপনি আবেদন করলে পরে এই আবেদনের কি হবে, সেটা আপনার পক্ষে বোঝা সহজ হবে। বিশেষতঃ এটা আপনাকে অভিবাসনের/ইমিগ্রেশনের নিয়ম এবং আবেদনের পদ্বতি সম্বন্ধে বুঝতে সাহায্য করবে।

আপনার আইনের পরামর্শ নেওয়া উচিত কি না, সেটা চিন্তা করে দেখুন। আপনি যদি এই তথ্যপত্রটি পড়ে থাকেন, কিন্তু এখন কি করবেন সেটা ঠিক করতে পারছেন না, তাহলে মনে হয় আপনার বিশেষজ্ঞের সাহায্যের প্রয়োজন হবে। আপনার কেস হয়ত জঠিল নয় হয়ত কোন উপদেশের প্রয়োজন নেই, তাহলেও ভাল পরামর্শ আপনার পক্ষে সাহায্যকারী হবে। আপনি যদি ঠিক করেন যে আপনি উপদেশ নেবেন, তাহলে একজন ভাল উপদেশদাতার কাছে যান।

নিয়মগুলি জানুন

এই নিয়মগুলি লেখা হয়েছে পেশাদারী ভাষায়। কিন্তু এই নিয়মগুলির অর্থ আপনার ক্ষেত্রে কিভাবে খাটে, সেই সম্বন্ধে আপনার কিছুটা ধারনা থাকবার প্রয়োজন। কেবলমাত্র ইউরোপিয়ান ইকনমিক(অর্থনৈতিক) এলাকার নাগরিক ছাড়া অন্যান্য যারাই ইউ কে তে অতিথি/ভিজিটর হিসাবে আসবেন তাদের প্রত্যেকের সম্বন্ধেই ইমিগ্রেশন আইনের ৪১ নম্বর নিয়মটি খাটতে হবে।

৪১. যে কোন ব্যক্তি যিনি ইউনাইটেড কিংডমে অতিথি/ভিজিটর হিসাবে প্রবেশ করবার

অনুমতি চাইছেন, তাকে নিম্নলিখিত শর্তগুলি অবশ্যই পূরণ করতে হবে। তিনিঃ

(i) যতদিনের জন্য বলেছেন, সত্যি সত্যিই ততদিনের জন্য এখানে আসবার অনুমতি চাইছেন। এই

সময়সীমা ৬ মাসের বেশী হতে পারবে না; এবং

(ii) তার উদ্দেশ্য হল - তিনি যতদিনের জন্য এই দেশে বেড়াতে আসছেন বলে বলেছেন, সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পর ইউনাইটেড কিংডম ছেড়ে চলে যাওয়া এবং

(iii) ইউনাইটেড কিংডমে তার চাকুরী করবার ইচ্ছা নাই; এবং

(iv) ইউনাইটেড কিংডমের ভিতরে বিক্রী করবার জন্য কোন রকম জিনিষপত্র তৈরী করা অথবা অর্থের বিনিময়ে কোন রকমের সেবা ব্যবস্থার প্রদান করা যেমন, কোন সেবা ব্যবস্থা বা সোজাসুজি কোন ব্যক্তির কাছে কোন ধরনের জিনিষপত্র বিক্রি করা বা অর্থের বিনিময়ে সাহায্য/সেবা ব্যবস্থা প্রদান করা।

(v) সরকারের পরিচালিত কোন স্কুলে পড়াশোনা না করবার ইচ্ছা; এবং

(vi) সরকারী বেনিফিটের উপর নির্ভর না করে অথবা কোন চাকরী না করে নিজেই নিজের এবং তার উপরে নির্ভরশীল ব্যক্তিদের থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের দ্বারা তার এবং তার উপরে নির্ভরশীল ব্যক্তিদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে; এবং

(vii) নিজের দেশে ফিরে যাওয়ার অথবা অন্য কোথাও যাওয়ার খরচ নিজেই বহণ করতে পারবেন।

প্রমাণপত্র তৈরী করা

আবেদন করার আগে, আপনি যে উপরোক্ত শর্তগুলি মেনে চলতে পারবেন তার প্রমাণপত্রগুলি জোগাড় করুন। নীচের উদাহরণগুলি কেবলমাত্র নির্দেশিকা হিসাবে দেওয়া হয়েছে। এইগুলি ছাড়াও অন্যান্য প্রমাণপত্রগুলিও গ্রহন করা হতে পারে। যদি আপনি এই সবগুলি দিতে না পারেন তার জন্য চিন্তা করবেন না। কিন্তু এটাও মনে করবেন না যে আপনি যদি এই সব প্রমাণপত্রগুলি দেন, তাহলে অবশ্যই ভিসা পাবেন।

উপরোক্ত (i) থেকে ((v) পর্যন্ত নিয়মগুলি হচ্ছে আপনার বেড়াতে আসার কারণ। আপনাকে এটা দেখাতে হবে যে আপনি এখানে বেড়াতে আসছেন এবং আপনি যতদিন এই দেশে থাকবেন বলে ঠিক করেছেন, তার বেশীদিন থাকবেন না (ছয় মাস পর্যন্ত)। অতএব, বেশীরভাগ ক্ষেত্রেই আপনার বেড়ানোর/ভিজিটের সময় শেষ হয়ে যাওয়ার কারণের প্রমাণ দেখাতে হবে। এই ব্যাপারে যে কাগজপত্রগুলি আপনাকে সাহায্য করতে পারে সেগুলির তালিকা নীচে দেওয়া হল।

  • আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য ছুটি দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আপনার নিয়োগকর্তার চিঠি। আপনি কতদিন সেই নিয়োগকর্তার অধীনে কাজ করছেন এবং কি কাজ বা কাজগুলি করছেন সেগুলিও এই চিঠির মধ্যে থাকতে হবে।
  • আপনার যদি নিজস্ব ব্যবসা থাকে, তাহলে কি ধরনের ব্যবসা এবং এর আর্থিক অবস্থা কি রকম
  • আপনার নিজের দেশে যদি আপনার কোন সম্পত্তি থাকে
  • আপনি যদি একজন ছাত্র বা ছাত্রী হন, তাহলে আপনার স্কুল বা কলেজ থেকে একটা চিঠি, সেই চিঠিতে থাকতে হবে আপনি কি পড়াশোনা করছেন, তার আরম্ভ এবং শেষের তারিখ এবং যে ছুটিতে আপনি ইউকে তে বেড়াতে/ভিজিট করতে আসছেন, সেই তারিখগুলি।
  • আপনার যদি দেশে ফিরে যাওয়ার জন্য পরিবার অথবা সামাজিক বন্ধন এবং দায়িত্ব থাকে, তাহলে সেটাও হয়ত সাহায্য করতে পারে।
  • এই বেড়ানোর সঙ্গে যদি অন্য কোথাও বেড়ানোর পরিকল্পনা থাকে, সেটা

(vi) এবং (vii) নিয়মগুলি হচ্ছে আপনার আর্থিক অবস্থার ব্যাপার। কিভাবে আপনি এখানে থাকার খরচা এবং নিজের দেশে ফিরে যাওয়ার (অথবা এখান থেকে পরে যেখানে বেড়াতে যাবেন)খরচা বহণ করবেন সে সম্বন্ধে। আপনাকে এটা অবশ্যই দেখাতে হবে যে আপনার ইউ কে তে থাকবার জায়গা এবং আপনার খরচ চালানোর মত ক্ষমতা আপনার আছে অথবা আপনার জামিনদার/স্পনসর আপনাকে সাহায্য করতে পারবেন। মনে রাখবেন ইউ কে তে থাকা খাওয়ার খরচা, আপনার দেশের থাকা খাওয়ার খরচা থেকে অনেক তফাত্ হতে পারে। তবে যে প্রমাণপত্রগুলি আপনাকে সাহায্য করতে পারে সেগুলি হল:

  • গত বেশ কয়েকমাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট
  • আপনার অন্যান্য আর্থিক সঞ্চয়ের পরিমাণ
  • যখন আপনি ইউ কে তে থাকবেন তখন আপনার জামিনদার/স্পনসর যে আপনাকে সাহায্য করবেন এবং থাকার জায়গার ব্যবস্থা করবেন সেই সম্বন্ধে একটা চিঠি। আপনাকে এটা প্রমাণ করতে হবে যে আপনার জামিনদার/স্পনসর আপনাকে সাহায্য করতে সক্ষম। সম্ভবতঃ এটা তিনি করতে পারেন তার ব্যাংক স্টেটমেন্ট এবং পে স্লিপ দেখিয়ে।

এই সম্বন্ধে সবকিছু বিস্তারিতভাবে এই তথ্যপত্রে বলা হয় নি, কিন্তু আপনার আবেদনের সহায়তা করবার জন্য যে ধরনের প্রমাণপত্রগুলির প্রয়োজন সে সম্বন্ধে আপনার একটা ধারনা হতে পারে। আপনার কাছে যদি অন্যান্য প্রমাণপত্র থেকে থাকে এবং আপনি সেগুলি ব্যবহার করতে চান, তাহলে সেই প্রমাণপত্রগুলি গ্রহনযোগ্য কিনা সে সম্বন্ধে আপনার স্থানীয় ভিসা বিভাগ আপনাকে সাহায্য করতে পারবেন।

আপনার আবেদন করা

কোনখানে আবেদন করবেন

আপনার ভিসার জন্য আপনার নিজের দেশের ব্রিটিশ কূটনৈতিক কেন্দ্রের ভিসা বিভাগে অথবা আপনি যে দেশে বাস করছেন সেখানে আবেদন করতে হবে। ব্রিটিশ কূটনৈতিক কেন্দ্র বলতে সাধারনতঃ ব্রিটিশ দূতাবাস/এ়ম্বেসি, হাই কমিশন অথবা বানিজ্য দূতাবাস বোঝায়। অল্প কতকগুলি বৃটিশ অথবা বানিজ্য কূটনৈতিক কেন্দ্রে ভিসা দেওয়ার পদ্ধতি নেই, তবে আপনি কোথায় ভিসার জন্য আবেদন করতে পারবেন, সেটা তারা আপনাকে বলতে পারবেন। অতিথি/ভিজিটরদের ভিসার আবেদনের ফর্মের নাম হল ভি এ এফ ১(VAF1)। আপনার ভিসা অফিসের কর্মচারীদের কাছে এই ফর্ম চাওয়া উচিত্। এই ফর্মের জন্য কোন পয়সা দিতে হবে না। এই ফর্ম আপনি ইউ কে ভিসাস (একটি সরকারী অফিস) www.ukvisas.gov.uk ওয়েবসাইট থেকে পাবেন। এই ফর্ম এবং এর সঙ্গের নির্দেশিকা (GUIDANCE NOTE) ভাল করে পড়ুন।

আপনার কি কি প্রয়োজন

  • পূরণ করা ফর্ম
  • আপনার পাসপোর্ট (এই পাসপোর্ট সম্পূর্ণ ভ্রমণের সময়ের জন্য বৈধ হতে হবে)
  • ইদানিং কালের আপনার পাসপোর্ট সাইজ ফটো
  • আপনি যে দেশে ভিসার জন্য আবেদন করছেন সেই দেশের অর্থে ভিসার জন্য পরিশ্রমিক/ফি। (এই আর্থিক পরিমাণ ফেরত দেওয়া হবে না, এমন কি আপনাকে যদি ভিসা দেওয়া প্রত্যাখ্যান করা হয়, তাহলেও এই অর্থ ফেরত পাবেন না।)
  • অন্য যে কোন প্রমাণপত্র, যেগুলি আপনার মনে হয় যে তাদের দেখা উচিত্।

আপনি নিজেই এই প্রমাণপত্রগুলি ভিসা অফিসে নিয়ে যেতে পারেন। কিছু কিছু ভিসা বিভাগ ডাকে পাঠানো আবেদন গ্রহণ করে। তারা ডাকে পাঠনো আবেদন গ্রহণ করতে পারবে কি না, সেটা আপনার স্থানীয় অফিস আপনকে বলতে পারবে।

আপনি যখন ফর্ম পাঠাবেন

আপনি যখন ফর্ম জমা দেবেন, তখন সেটা মোটামুটি পরীক্ষা করে দেখা হবে। এরপর তারা নিম্নলিখিতগুলি করবেন:

  • আপনার আবেদন গ্রহণ করবেন; অথবা
  • আপনার আবেদন অনুমোদন করবার আগে তারা হয়ত আপনাকে অতিরিক্ত প্রমাণপত্র দাখিল করতে বলবেন। যদি আপনার ক্ষেত্রে এরকম ঘটে থাকে, তাহলে তার মানে এই নয় যে আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, কিন্তু এর মানে হল আপনার অতিরিক্ত প্রমাণপত্র জোগাড় করার জন্য ভিসা পদ্ধতির দেরী হবে। এই অবস্থা এড়াতে পারবেন যদি আপনি আগের থেকেই সাবধানে চিন্তা করেন যে আপনার কি কি প্রমাণপত্রের প্রয়োজন হবে (উপরে দেখুন)। কিছু কিছু ক্ষেত্রে, আপনাকে এবং আপনার জামিনদারকে/স্পনসরকে একটা স্পনসরশিপ আন্ডারটেকিং ফর্ম” (জামিনদারীর দায়িত্ব গ্রহণের ফর্ম) পূরণ করতে বলা হবে। আপনার ক্ষেত্রে যদি এরকম ঘটে থাকে, তাহলে ভিসা বিভাগ আপনাকে সেই ফর্ম দেবেন এবং আপনাকে কি করতে হবে সেটা ব্যাখ্যা করে বলবেন।

প্রায়ই অতিরিক্ত প্রমাণপত্র ছাড়া এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে, তবে কখনও কখনও একটি প্রথাগত ইন্টারভিয়্যুএর প্রয়োজন হতে পারে।

ইন্টারভিউ

আপনাকে যদি বিস্তারিত ইন্টারভিয়্যুর জন্য ডাকা হয়,তাহলে আপনাকে হয়ত উপরের তালিকামত অতিরিক্ত প্রমাণপত্র দেখাবার জন্য বলা হতে পারে। যে প্রমানপত্রগুলি আমরা চেয়েছি সেগুলি দাখিল করার মানে নয় যে আমরা নিশ্চিতভাবে আপনাকে ভিসা দেব। তবে সেগুলি সাহায্য করতে পারে।

যে ভাবে আপনি আপনার আবেদন পত্র তৈরী করেন (উপরে দেখুন) ঠিক সেইভাবেই আপনি ইন্টারভিয়্যুর জন্য তৈরী হন। কি কারণে আপনি বেড়াতে/ভিজিট করতে চাইছেন, সেটা নিশ্চিত করুন। এর জন্য টাকা পয়সা কোথা থেকে আসবে এবং আপনি কোথায় থাকবেন সেটা নিশ্চিত করুন। আপনার বেড়ানো/ভিজিট শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই কেন আপনাকে ইউ কে থেকে চলে যেতে হবে, সেটার কারণ পরিস্কারভাবে করুন।

আপনার যদি প্রয়োজন থাকে তাহলে ইন্টারভিয়্যুর সময়ে আপনার জন্য দোভাষীর/ইন্টারপ্রেটারের ব্যবস্থা করা হবে। সাবধানে এবং সততার সঙ্গে সব প্রশ্নগুলির উত্তর দেবেন। মনে রাখবেন যে আপনাকে হয়তঃ সরাসরি এমন কি ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। আপনি যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন, তাহলে সেটা উল্লেখ করুন। আপনার যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে, তাহলে সেটা তাদের বলুন। সব কিছু সহজভাবে করুন। কোন জঠিলতার মধ্যে যাবেন না এবং কোন উত্তরগুলি তারা শুনতে চাইছেন সেটা অনুমান করবেন না। আপনি যদি বিভ্রান্ত হয়ে পড়েন, তাহলে আপনি সময় নিয়ে উত্তর দিন। আপনি হয়ত ঘাবড়ে গেছেন, সেটা তারা বুঝতে পারবে। শান্ত থাকুন এবং মনে রাখবেন যে যারা ভিসার জন্য আবেদন করেন, তাদের ১০ জনের মধ্যে ৯ জনকেই ভিসা দেওয়া হয়।

তারা যদি মনে করেন যে আপনি অভিবাসন/ইমিগ্রেশন আইনের সব প্রয়োজনগুলি মেটাতে পারছেন না (উপরের ৪১ নম্বর নিয়মটি দেখুন), তাহলে তারা আপনার ভিসার আবেদন প্রত্যাখ্যান করবে। ভিসা অফিসার লিখিতভাবে আপনাকে এই প্রত্যাখ্যানের কারন জানাবেন। আপনি যদি ইউ কের আইন অনুসারে একজন পারিবারিক অতিথি/ভিজিটর হন, তাহলে আপনাকে আপীল করবার জন্য আবেদন পত্র এবং তার সঙ্গে কিছু টিকা/নোট দেওয়া হবে, যেগুলি এই ফর্মটি পূরণ করতে সাহায্য করবে।

ভিসা সম্বন্ধে নির্দেশ(গাইডেন্স), উপদেশ এবং তথ্য কভেন্ট্রি ল সেন্টার থেকে পেতে পারেন।

ল সেন্টার বিনা পয়সায় উপদেশ দিয়ে থাকে এবং আপনার পক্ষ নিয়ে প্রতিনিধিত্ব করে থাকে।

আপীল

ল সেন্টার কি করে আপীল তৈরী করতে এবং আপীলের আবেদন করতে হয় সে ব্যাপারে উপদেশ দিতে পারবে এবং এর শুনানীতে হয়ত আপনার হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। এই ব্যাপারে আপনি ল সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবারে সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে 024 76253168 টেলিফোন নম্বরে বিনা পয়সায় আইনের উপদেশের জন্য ফোন করতে পারবেন।

Coventry Law Centre

The Bridge

Broadgate

Coventry

CV1 1NG

Tel: 024 76223053

কভেন্ট্রি ল সেন্টার হিসাবে চ্যারিটি কমিশনের সঙ্গে নিবন্ধিত: ১০৮৭৩১২

ইংল্যান্ডে এবং ওয়েলসে লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত: ৪১৪৯৬৭৩

যদিও এই তথ্যপত্রে সব তথ্যগুলি সঠিক এবং আধুনিকিকরনের জন্য সবরকম চেষ্টা করা হয়েছে, তাহলেও এটাকে আইনের সম্পূর্ন এবং কতৃত্বপূর্ন বিবরন হিসাবে ধরা উচিত্ নয়, এবং এটা আইনের উপদেশ গঠন করে না - কোন ভুল এবং তার ফলাফলের জন্য আমরা দায়ী থাকব না। যে সকল ব্যক্তিরা এই দেশে থাকেন এবং যাদের উপরে ইউনাইটেড কিংডমের আইন বর্তায় এই তথ্যগুলি তাদের জন্য লেখা হয়েছে।

This document was provided by Coventry law Centre, www.covlaw.org.uk